ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ,আবেদন কিভাবে করবেন, যোগ্যতা কি কি দরকার এবং বয়স সীমা কত কি আছে এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন।
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে।
পদের নাম:- সিনিয়র রেসিডেন্ট (Senior Resident)
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারী কে অবশ্যই স্বীকৃত দ্বারা ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/DNB অথবা ডিপ্লোমা (DIPLOMA) পাশ হতে হবে।
বেতন পরিকাঠামো:- সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারী কে বেতন দেওয়া হবে। নির্দিষ্ট বেতনের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য Interview র সময় জানানো হবে।
বয়স সীমা:- আবেদনকারী কে অবশ্যই সর্বোচ্চ বয়স ৪৫ বছর পর্যন্ত হতে হবে।
মোট শূন্যপদ:- এখানে মোট ২২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নির্বাচন প্রক্রিয়া:- এখানে Walk-in-Interview-এর মাধ্যমে সরাসরি প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া :-
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে Walk-in-Interview অংশগ্রহণ করতে হবে। এবং সাথে প্রার্থীদের নীচের ডকুমেন্টগুলি সঙ্গে আনতে হবে:
১.পরিচয়পত্র
২. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি
৩.সমস্ত শিক্ষাগত যোগ্যতার আসল সার্টিফিকেট ও জেরক্স
আবেদনের সময়সীমা:- এখানে Walk-in-Interview-এর তারিখ ১৬ই এপ্রিল, ২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক:-
Notification & Application Form:- Click Here
Pdf Download:- Click Here