AIIMS-এ গ্রুপ ডি পদে নিয়োগ চলছে।জেনে নিন শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি

BECIL Recruitment 2025

দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর Broadcast Engineering Consultants India Limited (BECIL) এর পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজে।

BECIL Recruitment 2025

নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এখানে BECIL Recruitment 2025 থেকে নিয়োগ টি করা হবে।

পদের নাম (Name of the Post):- BECIL Recruitment 2025 Broadcast Engineering Consultants India Limited (BECIL) Recruitment 2025 এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ ডি বিভাগের রাঁধুনি (Cook) পদে নিয়োগ করা হবে এখানে।

নিয়োগস্থল:- BECIL এর তরফ থেকে গ্রুপ ডি নিযুক্ত  প্রার্থীদের AIIMS, Delhi-তে কাজে নিযুক্ত করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-BECIL Recruitment 2025 রাঁধুনি নিয়োগ ২০২৫-এর জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ (Class 10) হতে হবে যে কোনো  স্বীকৃত দ্বারা বোর্ড থেকে  । তবে, উচ্চ মাধ্যমিক বা এর চেয়েও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে সেটা অতিরিক্ত সুবিধা দেবে এখানে আবেদন করার জন্য । কিন্তু শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয়  এর সাথে প্রার্থীদের অবশ্যই রান্নার ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নিচে দেখে নিন কি কি অভিজ্ঞতা থাকতে হবে।

রান্নার অভিজ্ঞতা ও আবেদনের যোগ্যতা:-

BECIL রাঁধুনি পদে আবেদন করতে চাইলে প্রার্থীর অবশ্যই ভারতীয় ও ওয়েস্টার্ন রান্নার দক্ষতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সাথে । রান্না সম্পর্কিত যেকোনো প্রশিক্ষণ সার্টিফিকেট থাকলে তা জমা দিতে হবে কারন এটি আবেদনের সময় লাগতে পারে । যেমন:

  • ফুড হ্যান্ডলার সার্টিফিকেট যদি করা থাকে
  • রান্নার কোর্স কমপ্লিশন সার্টিফিকেট (যেমন: NIOS, IGNOU, বা যেকোনো স্বীকৃত সংস্থা থেকে)
  • হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা (যদি থাকে) তাহলে আগে অগ্রাধিকার পাওয়া যাবে।

এছাড়াও, রান্নার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার দলিল যেমন কাজের চিঠি বা অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে তা এই পদে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের অগ্রাধিকার দেবে BECIL Recruitment 2025।

বয়স সীমা (Age Limit) :-BECIL রাঁধুনি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছর এর মধ্যে হতে হবে।  সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন

বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে নিযুক্ত করা  কর্মীরা প্রতি মাসে ₹১৮,৯৯৩ টাকা বেতন পাবেন। এর সাথে মিলতে পারে অন্যান্য সুবিধা যেমন ইউনিফর্ম অ্যালাওয়েন্স,খাবারের সুবিধা, মেডিকেল সুবিধা (AIIMS-এর নিয়ম অনুসারে),প্রভিডেন্ট ফান্ড ও ইএসআই সুবিধা (প্রযোজ্য হলে)।

আবেদন প্রক্রিয়া (Application Process) : BECIL Recruitment 2025 এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে পারবেন না । আবেদন করতে নিচের ধাপগুলি দেখুন

প্রথমে, BECIL অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে তারপর ওখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিন একটি A4 সাইজ পেজে।তারপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন যেন কোনো ভুল না হয় ভুল হলে বাতিল হতে পারে আবেদন টি সঙ্গে প্রয়োজনীয় তথ্যের জেরক্স কপি একসাথে সংযুক্ত করে পাঠিয়ে দিতে  হবে নির্দিষ্ট ঠিকানায় তাহলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে ।

আরও পড়ুনঃ- IDBI Bank Recruitment 2025। ব্যাঙ্কে নতুন নিয়োগ ৬৭৬ শূন্যপ্দে আবেদন করুন

নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- BECIL রাঁধুনি পদে এখানে আবেদনের উপর ভিত্তি করে যোগ্য চাকরিপ্রার্থীদের একটি তালিকা / মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। তারপর   AIIMS কর্তৃপক্ষের তরফ থেকে ইন্টারভিউ নেওয়া হবে এবং যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে ।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
  1. মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
  2. জন্মতারিখের প্রমাণ (আধার / জন্ম সনদ)
  3. জাতিগত সার্টিফিকেট (যদি থাকে)
  4. রান্না সংক্রান্ত অভিজ্ঞতার প্রমাণ
  5. রান্নার প্রশিক্ষণের সার্টিফিকেট (যদি থাকে)
  6. আধার কার্ড এবং প্যান কার্ডের কপি
  7. ব্যাংক পাসবুকের জেরক্স

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P) ওপরে নিদির্ষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-

আবেদনের শেষ তারিখ:- BECIL Recruitment 2025 আপনাকে অবশ্যই আপনার আবেদনপত্র ২৬ মে ২০২৫ তারিখের মধ্যে উল্লিখিত ঠিকানায় পৌঁছে দিতে হবে। বিলম্বে পাঠানো আবেদন বাতিল বলে গণ্য হবে।যারা খুব সাধারণ শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য BECIL রাঁধুনি নিয়োগ ২০২৫ একটি দুর্দান্ত সুযোগ। AIIMS, Delhi-র মত প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া বড় গর্বের বিষয়। তাই দেরি না করে আবেদনপত্র পূরণ করুন এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

মাধ্যমিক পাশে Indian Rail এ নিয়োগ চলছে ২০২৫

গুরুত্বপূর্ণ তথ্য:- BECIL Recruitment 2025 এই নিয়োগটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক। এটি কোন স্থায়ী পদ নয়। তাই আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি টি ভালোভাবে পরে নেবেন তারপর আবেদন করবেন । আবেদনকারীকে নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদন করতে হবে। কোনো ধরনের ভুল তথ্য দেওয়া হলে আবেদন বাতিল হতে পারে।

প্রয়োজনীয় লিঙ্ক:-

Notification Pdf Download:– Click Here

প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।

Leave a Comment