Indian Navy Recruitment 2025 ভারতীয় নৌ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ মাধ্যমিক পাশে দেখুন আবেদন পদ্ধতি

Indian Navy Recruitment 2025 দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর । আজকে আবার একটি কেন্দ্র সরকারের নতুন চাকরি। এই চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। দেশের যুবসমাজের জন্য আবারও এল এক দারুণ সুযোগ। ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এবার নৌসেনার পক্ষ থেকে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Indian Navy-র তরফে। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।

বিস্তারিত নিচে আলোচনা করা হল

নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এখানে Indian Navy Recruitment 2025 Indian Navy (ভারতীয় নৌ সেনা) থেকে নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post):- Indian Navy Recruitment 2025 এখানে নৌসেনার এই বিশাল নিয়োগে Group B ও Group C পদে প্রচুর শুন্য পদে নিয়োগ। নিচে সমস্ত পদের নাম উল্লেখ করা হল প্রচুর আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে একসাথে

চার্জম্যান (Chargeman), স্টোর সুপারিনটেনডেন্ট,স্টোর কিপার,ড্রাফ্টসম্যান (Draftsman),স্টাফ নার্স,অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটাচার ,ফার্মাসিস্ট ,ক্যামেরাম্যান ,ফায়ার ইঞ্জিন ড্রাইভার ,ফায়ারম্যান ,মোটর ড্রাইভা,Cook ,লেডি হেলথ ভিজিটরট্রেডসম্যা,মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

চাকরিপ্রার্থীরা শুধু একটা পদের জন্য নয় একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন এখানে তবে প্রতিটি পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড পূরণ করতে হবে। তবেই আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ (Total Vacancies):- এখানে প্রচুর শূন্য পদে নিয়োগ চলছে। মোট ১,১১০টি শূন্যপদে নিয়োগ করা হবে এই এটগুলির পদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-এখানে Indian Navy Recruitment 2025 এ যেহেতু এই নিয়োগে বিভিন্ন স্তরের পদ রয়েছে, তাই শিক্ষাগত যোগ্যতাও বিভিন্ন পদ অনুযায়ী পরিবর্তিত হবে।তাই আপনি যে যোগ্যতায় যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

  1. মাল্টি টাস্কিং স্টাফ / Cook / ড্রাইভার প্রভৃতি পদে আবেদন করতে আবেদন কারী মাধ্যমিক (Class 10) পাশ হলেই আবেদন করতে পারবেন। এটা কিন্তু একটা বিরাট সুযোগ শুধু মাত্র মাধ্যমিক পাস হলেই কেন্দ্র সরকারের নৌ সেনা বাহিনীতে কাজ করতে পারবেন।এর ফলে অনেক বেকার যুবক কাজের সুযোগ পাবেন।
  2. স্টাফ নার্স, ফার্মাসিস্ট, আর্টিস্ট, ক্যামেরাম্যান, লেডি হেলথ ভিজিটর প্রভৃতি পদে আবেদন করতে আবেদন কারী সংশ্লিষ্ট পদে ট্রেনিং/ডিপ্লোমা/সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোন স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে তবেই আবেদন করতে পারবেন।
  3. চার্জম্যান, সুপারিনটেনডেন্ট, ড্রাফ্টসম্যান, স্টোর কিপার প্রভৃতি পদে আবেদন করতে আবেদন কারীকে
    স্নাতক ডিগ্রি / সংশ্লিষ্ট ওই  বিষয়ে ডিপ্লোমা বাধ্যতামূলক যে কোন স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে তবেই আবেদন করতে পারবেন।

বি দ্রঃ- এখানে প্রতিটি পদের ভিন্ন ভিন্ন যোগ্যতা লাগবে  নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি একবার ভালোভাবে পড়ে তারপর আবেদন করুন।

বয়স সীমা (Age Limit) :– এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদভেদে বয়স সীমা ভিন্ন এখানে বিভিন্ন পদের বিভিন্ন বয়স লাগবে  তবে বেসির ভাগ পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছর এর মধ্যে হতে হবে (কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত অনুমোদিত)।  সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত Ex-servicemen: কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য সেই ছাড় পাবেন।

আরও পড়ুনঃ-মাধ্যমিক পাশে Indian Rail এ নিয়োগ চলছে ২০২৫। মাসিক বেতন ২৫,১২০/- টাকা আবেদন করুন

বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে Indian Navy Recruitment 2025 নিযুক্ত করা কর্মীরা বেতন কেন্দ্র সরকারের Pay Matrix Level 2 থেকে Level 6 অনুযায়ী প্রদান করা হবে। কোন কোন পদে কেমন বেতন দেওয়া হবে সেটা নিচে আলোচনা করা হলো।
  1. এখানে মাল্টি টাস্কিং স্টাফ ও সমমানের পদের নিযুক্ত কর্মী কে 18,000 – 56,900 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে ।
  2. এখানে চার্জম্যান / সুপারিনটেনডেন্ট / ড্রাফ্টসম্যান পদের জন্য  নিযুক্ত কর্মী কে 35,400 – 1,12,400 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে ।
  3. এখানে ফার্মাসিস্ট / নার্স / ক্যামেরাম্যান পদের জন্য নিযুক্ত কর্মী কে  29,200 – 92,300 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে ।

এর সঙ্গে ভারতীয় সেনারা যে সুযোগ সুবিধা থাকে সেটা থাকবে ডিএ, এইচআরএ, ট্রান্সপোর্ট এলাউন্স, মেডিক্যাল, পেনশন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি সুযোগ-সুবিধা যেই গুলি এখানে পাবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- Indian Navy Recruitment 2025 নৌসেনার এই নিয়োগ প্রক্রিয়ায় দুটি ধাপে হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে যেটা  কম্পিউটার এ অনলাইনে (CBT) মাধ্যমে করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই  প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তারপর চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT)পরীক্ষার যে বিষয়ে হবে সেটা নিচে আলোচনা করা হলো এখানে মোট প্রশ্ন থাকবে ১০০ টি আর প্রতি প্রশ্নের মান  থাকবে ১ নম্বর। আর এই পরীক্ষাটি হবে 90 মিনিটের যেখানে ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কি থাকবে। প্রার্থীদের সেই রকম ভাবে প্রশ্নের উত্তর দিতে হবে।
  1. General Intelligence & Reasoning
  2. Numerical Aptitude
  3. General Awareness
  4. English Language

আবেদন প্রক্রিয়া (Application Process) : এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে। আপনি নিজেই আবেদন করতে পারবেন যদি আবেদন পদ্ধতিটা ভালো করে দেখেন। কিভাবে আবেদন করবেন দেখে নিন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান । তারপর “Register” অপশনে গিয়ে নিজের নাম ও প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের পর লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন। এরপর সঠিক তথ্য সহ ডকুমেন্ট আপলোড করুন (ফরম্যাট অনুযায়ী)। তারপর ফাইনাল সাবমিট করে আবেদন সম্পূর্ণ করুন।

কর্মস্থল: ভারতের বিভিন্ন রাজ্য নেভাল কমান্ড ও দপ্তরে হবে নিয়োগ

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-

  • ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি
  • জন্ম তারিখের প্রমাণ
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-

আবেদনের শেষ তারিখ:-১৮ জুলাই, ২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক:-

Official Website :-

Notification Pdf Download:– Click Here

প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।

Leave a Comment