Airport Recruitment 2025
যারা ভারতীয় বিমানবন্দরে কাজ করার জন্য সুযোগ খুঁজছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন।দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর চাকরি খুঁজছেন? তাও আবার শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাসে সরকারি ধাঁচের একটি ভালো চাকরি? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। IGI এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড তরফ থেকে প্রকাশিত হয়েছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২৫ সালে এক বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
| নিন্মে আলোচিত বিষয় |
|---|
| নিয়োগকারী সংস্থা |
| পদের নাম |
| মোট শূন্য পদ |
| শিক্ষাগত যোগ্যতা |
| চাকরির স্থান |
| বয়স সীমা |
| বেতন |
| আবেদন প্রক্রিয়া |
| নির্বাচনের প্রক্রিয়া |
| আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- Airport Recruitment 2025 এখানে IGI এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড IGI Aviation Services Pvt. Ltd. (Delhi) তরফ থেকে নিয়োগ টি করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancies):-Airport Recruitment 2025 এখানে দুটি পদের জন্য ১৪৪৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিশাল শূন্য পদে নিয়োগ হচ্ছে প্রচুর বেকার যুবক যুবতী এখানে কাজের সুবিধা পাবেন।
১.পদের নাম (Name of the Post):- Airport Recruitment 2025 এ এখানে IGI Aviation Services Pvt. Ltd. (Delhi) কোম্পানিতে Ground Staff পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- Airport Recruitment 2025 এ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক (10+2) পাশ হতে হবে এবং অতিরিক্ত যোগ্যতা সহ স্নাতক/স্নাতকোত্তর প্রার্থীরাও আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে পাস হতে হবে তবে আবেদন যোগ্য হবে।
বয়স সীমা (Age Limit) :-Ground Staff পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে।এই নিয়োগে কোন প্রকার সংরক্ষণের ভিত্তিতে বয়সের ছাড় প্রযোজ্য নয়। অর্থাৎ কোন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোন ছাড় নেই। তাই সাধারণ প্রার্থীরা আবেদন করার একটা বিশাল সুযোগ পাবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Ground Staff পদে এখানে নিযুক্ত করা কর্মীরা প্রতি মাসে ২৫,০০০ থেকে ৩৫,০০০ /- প্রতি মাসে টাকা বেতন পাবেন ।
আরও পড়ুনঃ- কলকাতার সাইন্স সিটিতে নতুন নিয়োগ ২০২৫এ জানুন বিস্তারিত তথ্য
২.পদের নাম (Name of the Post):- Airport Recruitment 2025 এখানে IGI Aviation Services Pvt. Ltd. (Delhi) কোম্পানিতে Loader পদে নিয়োগ করা হবে। এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- Airport Recruitment 2025 এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক (10) পাশ হতে হবে তাহলেই প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স সীমা (Age Limit) :–Loader পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৪০ বছর এর মধ্যে হতে হবে। এই নিয়োগে কোন প্রকার সংরক্ষণের ভিত্তিতে বয়সের ছাড় প্রযোজ্য নয়। মাধ্যমিক পাশে কোন বয়স সংরক্ষণ ছাড়াই নিয়োগ এখানে করা হবে তাই আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Loader পদে এখানে নিযুক্ত করা কর্মীরা প্রতি মাসে ১৫,০০০ – ২৫,০০০ /- টাকা বেতন পাবেন ।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-IGI Aviation-এর এই নিয়োগ প্রক্রিয়া মূলত প্রার্থীদের নির্বাচন হবে দুটি ধাপে লিখিত পরীক্ষা ও সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে শুধুমাত্র Ground Staff পদের জন্য ।
এখানে যে লিখিত পরীক্ষাটি নেওয়া হবে সেটি 100 নম্বর এর পরীক্ষা হবে। এই পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন এর মাধ্যমে হবে এটা সময়সীমা থাকবে ৯০ মিনিট আর বিষয় থাকবে মানে কোন বিষয়ে প্রশ্ন আসবে General Knowledge, English, Reasoning, Numerical Aptitude
- মোট নম্বর: ১০০
- বিষয়: General Knowledge, English, Reasoning, Numerical Aptitude
- সময়সীমা: ৯০ মিনিট
- প্রশ্নের ধরন: Multiple Choice Questions (MCQ)
আবেদন প্রক্রিয়া (Application Process) :– এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে। আপনি নিজে আবেদন করতে চাইলে নিজের ধাপগুলি অবলম্বন করুন তাহলে নিজেই আবেদন করতে পারবেন
আবেদন করার ধাপ
- অফিসিয়াল ওয়েবসাইটে যান তারপর
- “Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন
- নিজের নাম, মোবাইল, ইমেইল ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন। আবেদন যে করবেন আবেদন করার সময় যেন কোনো ভুল না হয় সঠিকভাবে তথ্য প্রদান করবেন। ভুল হলে আবেদনটি বাতিল হতে পারে
- তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন (ছবি, স্বাক্ষর, সার্টিফিকেট)
- শেষে আবেদন ফর্ম সাবমিট করুন এবং আবেদন সম্পূর্ণ করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিগ্রি সার্টিফিকেট ও মার্কশিট
- মাধ্যমিকের অ্যাডমিট
- ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি
⏳ আবেদনের শেষ তারিখ:
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- ২১ সেপ্টেম্বর, ২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :-
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।