SSC JE Recruitment 2025
আজকে আবার একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি ।দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর । চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে আগ্রহী তাদের জন্য এই চাকরি। যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন কিন্তু এখনো বেকার তারা আজ এই প্রতিবেদন টি ভালো করে দেখুন, তাদের জন্য এটি একটি সোনার সুযোগ হতে পারে।
এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন স্টাফ সিলেকশন কমিশন (SSC) নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। স্টাফ সিলেকশন কমিশন (SSC) 2025 হল এমন একটি সুযোগ, যেটার জন্য কয়েক লক্ষ প্রার্থী বসে থাকে আবেদনের জন্য । এই নিয়োগ হাজার হাজার চাকরি প্রার্থীর স্বপ্ন পূরণ করতে পারে। ITI, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন প্রার্থীদের জন্য এই নিয়োগে রয়েছে সুযোগ।
যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
| নিন্মে আলোচিত বিষয় |
|---|
| নিয়োগকারী সংস্থা |
| পদের নাম |
| মোট শূন্য পদ |
| শিক্ষাগত যোগ্যতা |
| বয়স সীমা |
| বেতন |
| আবেদন প্রক্রিয়া |
| নির্বাচনের প্রক্রিয়া |
| আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- SSC JE Recruitment 2025 এ এখানে Staff Selection Commission (SSC) থেকে নিয়োগ টি করা হবে।
পদের নাম (Name of the Post):- SSC JE Recruitment 2025 এ এখানে Staff Selection Commission (SSC) এ Junior Engineer (JE)পদে নিয়োগ হবে।
মোট শূন্যপদ (Total Vacancies):- SSC JE Recruitment 2025 এখানে এই পদের জন্য ১৩৪০টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই প্রচুর শূন্যপদে হচ্ছে নিয়োগ তাই আর দেরি না করে আবেদন করে ফেলুন উপযুক্ত প্রার্থী।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এখানে SSC JE Recruitment 2025 এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা পাস করতে হবে। যেমন Civil, Electrical, Mechanical বা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা প্রার্থীদের জন্য নির্দিষ্ট পদের জন্য আবেদন করার সুযোগ থাকবে।
আরও পড়ুনঃ- কেন্দ্রীয় সরকারের আয়ুর্বেদিক দপ্তরে মাধ্যমিক পাশে আবেদন করুন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Staff Selection Commission (SSC) এ Junior Engineer (JE)পদে Pay Matrix Level 6 অনুযায়ী বেতন 35,400 – 1,12,400/- প্রতি মাসে বেতন দেওয়া হবে। বেতন তো থাকবে এর সঙ্গে থাকবে Dearness Allowance (DA),House Rent Allowance (HRA),Transport Allowance (TA)Medical, Pension, এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা যেটা কেন্দ্র সরকারের অধীনে চাকরি প্রার্থীরা যেটা পায় এখানে পাবেন।
বয়স সীমা (Age Limit) :– SSC JE Recruitment 2025 Junior Engineer (JE) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ বয়স ৩০ বছর এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- SSC JE Recruitment 2025 এখানে প্রার্থীদের নির্বাচন হবে নিয়োগ হবে দুটি পরীক্ষার মাধ্যমে যেটা Computer Based Test (CBT) এর মাধ্যমে হবে ।
- Paper I (CBT) অনলাইনের মাধ্যমে হবে question এর টাইপ থাকবে Multiple Choice Questions (MCQ)। আর বিষয় যেই গুলি থাকবে সেই গুলি হলো General Intelligence, Reasoning, General Awareness, Engineering (Civil/Electrical/Mechanical) সম্পূর্ণ এই পরীক্ষাটি হবে ২০০ নাম্বারের অর্থাৎ প্রার্থীকে এই অনলাইনে পরীক্ষাটি ২০০ নাম্বারের দিতে হবে।
২. Paper II (CBT) অনলাইনের মাধ্যমে হবে এই পরীক্ষা আর question এর টাইপ থাকবে Multiple Choice Questions (MCQ)। আর বিষয় যেই গুলি থাকবে সেই গুলি হলো Engineering discipline (specific)। আর পরীক্ষার মোট পূর্ণমান থাকবে ৩০০ নম্বরের
এই দুটি পরীক্ষা হয়ে যাওয়ার পর ওই প্রার্থীদের জন্য একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। যদি ওই মেরিট লিস্টে আপনার নাম থাকে তাহলে তারপর আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন আর এই ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হলেই। আপনাকে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process) :– SSC JE Recruitment 2025 এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে। আপনি নিজেই অনলাইন আবেদন করতে পারবেন যদি নিজের ধাপ গুলি লক্ষ্য করেন
আবেদন করার ধাপ
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপর One Time Registration (OTR) সম্পন্ন করতে হবে। আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবেন
- তারপর রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট দেখে সঠিকভাবে পূরণ করবেন।
- আবেদন ফর্ম সাবমিট করুন এবং আবেদন মূল্য জমা দিয়ে আবেদন সাবমিট করতে হবে তারপর আবেদন সম্পূর্ণ করুন।
- আবেদন করার সময় যদি ভুল তথ্য বা অসম্পূর্ণ আবেদন হয় তাহলে সেই আবেদনটিকে বাতিল বলে গণ্য হবে
- পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড SSC ওয়েবসাইটে জানানো হবে । তাই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ফলো করতে হবে পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড জানার জন্য
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- আইটিআই বা ডিপ্লোমা সার্টিফিকেট (যদি থাকে)
- মাধ্যমিকের অ্যাডমিট
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC ইত্যাদি)
- ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি
আবেদন মূল্যঃ-
- GEN/OBC/EWS প্রার্থীদের জন্য 100/-আবেদন মূল্য লাগবে।
- SC/ST/PwBD/Female দের আবেদনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- ২১ জুলাই, ২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :- Click Here
Notification:- Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।