WB Handloom Recruitment 2025 পশ্চিমবঙ্গের রাজ্যের তাঁত শিল্প দপ্তরে কর্মী নিয়োগ ।

 

WB Handloom Recruitment 2025 পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং বস্ত্র বয়ন বিভাগ থেকে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার রাজ্যে শুরু হওয়া জনপ্রিয় ‘বাংলার শাড়ি’ প্রকল্পে কাজের সুযোগ পাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এই প্রকল্পে বিভিন্ন পদে মোট ৮ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। যারা সরকারি প্রকল্পে কাজের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ।

যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।

বিস্তারিত নিচে আলোচনা করা হল

নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- পশ্চিমবঙ্গ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প ও বস্ত্র বয়ন বিভাগ

1) পদের নাম (Name of the Post):- এখানে WB Handloom Recruitment 2025 এ চিফ ম্যানেজার পদে নিয়োগ টি করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-  WB Handloom Recruitment 2025 এ চিফ ম্যানেজার পদে যদি কোনো ব্যক্তি আবেদন করতে চান তাহলে ফ্যাশন ম্যানেজমেন্ট অথবা রিটেল ম্যানেজমেন্ট এই দুটির মধ্যে যে কোন একটি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে যে কোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে তবেই আবেদন করতে পারবেন। আর এই  সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীকে কমপক্ষে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা (Age Limit) :– এখানে চিফ ম্যানেজার পদে আবেদন করতে আবেদনকারীর  সর্বোচ্চ ৫২ বছর পর্যন্ত বয়স হতে হবে তবেই আবেদন যোগ্য।সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।

২) পদের নাম (Name of the Post):- WB Handloom Recruitment 2025 এ এখানে প্রোকিউরমেন্ট অফিসার পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এখানে প্রোকিউরমেন্ট অফিসার পদে আবেদন করার জন্য পার্থী কে  হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি এই বিষয়ে যে কোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন । আর আবেদন করার আগে এটা মাথায় রাখতে হবে যে প্রার্থীকে হাতে বোনা শাড়ি বা কাপড় তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জ্ঞান অবশ্যই থাকতে হবে এই পদে আবেদনের জন্য।

বয়স সীমা (Age Limit) :– WB Handloom Recruitment 2025 এ প্রোকিউরমেন্ট অফিসার পদে আবেদন করার জন্য এখানে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বয়স লাগবে । সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।

আরও পড়ুনঃ- কেন্দ্রীয় সরকারের অধীনে ১৩৪০টি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

৩) পদের নাম (Name of the Post):-WB Handloom Recruitment 2025 এ এখানে ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- WB Handloom Recruitment 2025 এ এখানে ম্যানেজার পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা ডিপ্লোমা ডিগ্রি থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সিভিল/ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখার ডিপ্লোমা থাকলে  এবং  MBA করা আবেদন কারীরা আবেদন করার ক্ষেত্রে সবার আগে   অগ্রাধিকার পাবেন। এবং অবশ্যই প্রার্থীর ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন ।

বয়স সীমা (Age Limit) :– এখানে ম্যানেজার পদে আবেদন করতে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন । সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।

৪) পদের নাম (Name of the Post):-WB Handloom Recruitment 2025  এ এখানে স্টোরকিপার পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-এখানে স্টোরকিপার পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাথে আবেদন কারীকে ট্যালি প্রাইম সফটওয়্যার এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে । এবং শাড়ি ও মেয়েদের পোশাক সামগ্রী এই সব পোশাক এর  ওপর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা (Age Limit) :– এখানে স্টোরকিপার পদে আবেদন করার জন্য প্রার্থীকে  সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ।সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।

৫) পদের নাম (Name of the Post):-WB Handloom Recruitment 2025  এ এখানে সহকারী স্টোরকিপার পদে নিয়োগ করা হবে

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-WB Handloom Recruitment 2025  এ এখানে সহকারী স্টোরকিপার পদে আবেদন করতে গেলে প্রার্থীকে যে কোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট পাশ  হতে হবে সাথে আবেদন কারীকে ট্যালি প্রাইম সফটওয়্যার এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে । এবং শাড়ি ও মেয়েদের পোশাক সামগ্রী এই সব পোশাক এর  ওপর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা (Age Limit) :– : এখানে সহকারী স্টোরকিপার পদে আবেদন করতে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।

৬) পদের নাম (Name of the Post):-Handloom Recruitment 2025  এ এখানে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে ।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :– এখানে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য প্রার্থীকে ভারতীয় টেক্সটাইল টেকনোলজি বিষয়ে  ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে আবেদনকারীকে।সাথে হাতে বোনা শাড়ি বা কাপড়ের গুণগত মান যাচাই করার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়স সীমা (Age Limit) :– : সর্বোচ্চ ৩৫ বছর সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।

মোট শূন্যপদ (Total Vacancies):- এখানে সব পদে মোট ৮টি শূন্যপদে নিয়োগ।এই পদগুলি মূলত টেকনিক্যাল বিভাগ, মার্কেটিং বিভাগ, সিভিল বিভাগ এবং অ্যাডমিনিস্ট্রেশন-কাম-লিগাল বিভাগে অন্তর্ভুক্ত।

বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে সব কটি পদে  নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিভিন্ন পদের ভিত্তিতে ১৭,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন। কোন পদে কত বেতন দেওয়া হবে, তার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। WB Handloom Recruitment 2025

নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-

এখানে নিয়োগ টি কোনো লিখিত পরীক্ষা ছাড়াই  প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নির্বাচিত করা হবে।এই নিয়োগের জন্য প্রার্থীকে আগে থেকে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র প্রার্থীদের নির্দিষ্ট দিনে সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হতে হবে।


আর এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে রাজ্যের তন্তুজ ভবনে আগামী –

  • ১৫ সেপ্টেম্বর
  • ১৬ সেপ্টেম্বর
  • ১৯ সেপ্টেম্বর এই তিন দিন

ইন্টারভিউয়ের দিন নিচের সমস্ত ডকুমেন্ট  আনতে হবে –

  • বায়োডাটা (সিভি)
  • মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
  • ট্রেড সার্টিফিকেট / ডিপ্লোমা (যদি থাকে)
  • কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • ফটো আইডি (Aadhaar/Voter ID)

Official Notification:- Click Here

প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।

Leave a Comment