NIT Durgapur Recruitment 2025
দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর । চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি (NIT) দুর্গাপুর এ তাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে NIT Durgapur Recruitment 2025।
যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি বা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। যারা গবেষণায় আগ্রহী, তাদের জন্য এই পদটি আদর্শ। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
NIT Durgapur এর এই নতুন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো Design of a Two-Dimensional (2D) Paper-Based CRISPR/CAS Integrated LAMP Device for Point-of-Care Applications তৈরি করা। আর এই প্রজেক্টটি পরিচালনা করছেন ড. দেবায়ন দাস, সহকারী অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। সব তথ্য নিচে আলোচনা করা হল।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এখানে NIT Durgapur Recruitment 2025 এ National Institute of Technology (NIT) Durgapur এ Chemical Engineering বিভাগে নিয়োগ টি করা হবে।
পদের নাম (Name of the Post):- NIT Durgapur Recruitment 2025 এ Project Assistant (PA) পদে নিয়োগ করা হবে।
প্রকল্পের নাম :- 2D Paper-Based CRISPR/CAS Integrated LAMP Device Development এই প্রকল্পে নিয়োগ করা হবে এখানে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এখানে NIT Durgapur Recruitment 2025 প্রজেক্ট এসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য আবেদন কারী কে B.E./B.Tech Chemical Engineering, Biotechnology, Biomedical Engineering অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে যে কোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে ন্যূনতম ৬.৫ CGPA বা ৬০% নম্বর সহ পাশ করতে হবে আবেদন কারীকে । সাথে যদি প্রার্থীর নিচে দেওয়া বিষয়ের ওপর দক্ষতা থাকলে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন মাইক্রোফ্লুইডিক্স, পেপার-ভিত্তিক ডায়াগনস্টিকস অথবা মলিকিউলার ডায়াগনস্টিকস সংক্রান্ত জ্ঞান এই সব বিষয়ে অভিজ্ঞতা থাকলে তবেই পাবেন । এবং Wet-lab কাজ বা ফ্যাব্রিকেশন টেকনিকসে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন। সব প্রার্থীদের জন্য নয় যাদের ওপরে দেওয়া অভিজ্ঞতা আছে তাঁরা আগে সুযোগ পাবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে NIT Durgapur Recruitment 2025 প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে 27,000 (Consolidated) টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও NIT Durgapur-এর নিয়ম অনুযায়ী অন্যান্য কর্মী দের মত ওখানে ফ্রিতে থাকার সুযোগ পাওয়া যাবে নিযুক্ত কর্মী দের জন্য ।
বয়স সীমা (Age Limit) :- এখানে প্রজেক্ট আসিস্টেন্ট পদে আবেদন করতে আবেদনকারীর সর্বোচ্চ 42 বছর পর্যন্ত বয়স হতে হবে তবেই আবেদন যোগ্য। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
মোট শূন্যপদ (Total Vacancies):- NIT Durgapur Recruitment 2025 এখানে মোট ১টি পদে নিয়োগ করা হবে যারা। যারা গবেষণায় আগ্রহী তারা অবশ্যই আবেদন করুন এই পদের জন্য।
নিয়োগের মেয়াদ :- এখানে নিয়োগ টি চুক্তিভিত্তিক হবে। প্রথমে ১২ মাসের জন্য নিয়োগ করা হবে , তারপর পারফরম্যান্স ভালো হলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত বাড়ানো হবে। প্রতি ৬ মাস অন্তর কাজের অগ্রগতি রিভিউ হবে। যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলে আরো সময় বাড়তে পারে ভবিষ্যতে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- এখানে নিয়োগ টি একটু অন্য রকম ভাবে হবে।প্রথমে আবেদনকারীর সিভি ও স্টেটমেন্ট অফ পারপাস (SOP) জমা নেওয়া হবে । এর ভিত্তিতে শর্টলিস্ট করা হবে যোগ্য প্রার্থীদের। এরপর নির্বাচিত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই হবে এখানে নিয়োগ । তাই যারা যোগ্য তারা আজই আবেদন করে ফেলুন।
আবেদন প্রক্রিয়া (Application Process) :
–এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে। যেটা আপনি নিজেই আবেদন করতে পারবেন।
আবেদন করার ধাপ
আপনারা যারা আবেদন করতে চান নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। সেটাও নিজের মোবাইল থেকে। শুধু মাত্র ইমেইল করলেই আপনি আবেদন টি করতে পারবেন।
আরও পড়ুনঃ- পশ্চিমবঙ্গের রাজ্যের তাঁত শিল্প দপ্তরে কর্মী নিয়োগ
কিভাবে আবেদন করবেন দেখুন
- প্রথমে ইমেইল এ লিখতে হবে Subject Line এ লিখতে হবে Application for Project Assistant under ANRF Project এই লেখাটি না লিখলে কিন্তু আবেদন পত্র বাতিল করা হবে।
- তারপর একটা ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে একটি PDF ফাইল করে। যার ভেতরে থাকবে আপনার একদম Updated CV এবং Statement of Purpose (SOP) এই দুটিকে একসাথে পিডিএফ করে পাঠাতে হবে নিচে দেওয়া ইমেইল এড্রেস এ।
- তারপর শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ-এর তারিখ ও সময় সবটাই জানিয়ে দেওয়া হবে যেই আপনার ইমেইল থেকে পাঠিয়েছেন সেই ইমেইলে ।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- Updated CV
- Statement of Purpose (SOP)
ইন্টারভিউ সম্পর্কিত তথ্য
ইমেইল আইডি: ddas.che@nitdgp.ac.in
যোগাযোগের ঠিকানা
যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন – Principal Investigator (PI) Dr. Debayan Das
(Department of Chemical Engineering, NIT Durgapur)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- আপনারা এই পোস্টের জন্য ১১ Sep, ২০২৫ পযন্ত আবেদন করতে পারবেন।
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।