Coordinator Recruitment 2025 আজ আবার নিয়ে চলে এসেছি রাজ্য সরকারের অধীনে নতুন চাকরি ।রাজ্যে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা প্রশাসনের অধীনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা যারা চাকরির খোঁজে আছেন বা সরকারি কোন প্রকল্পএ কাজ করার আগ্রহ আছে। সরকারি প্রকল্পের অধীনে কাজ করার সুযোগ সবসময়ই চাকরিপ্রার্থীদের জন্য একটি বিশেষ সুবিধা। বিশেষ করে যারা সমাজ উন্নয়ন, জনস্বাস্থ্য বা ডেভেলপমেন্ট বিভাগে পড়াশোনা করেছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ।
এই নিয়োগের মাধ্যমে মোট সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- Coordinator Recruitment 2025 এ এখানে Swachh Bharat Mission Gramin Cell, Kalimpong (স্বচ্ছ ভারত গ্রামীণ সেল, কালিম্পং) থেকে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।
পদের নাম (Name of the Post):- Coordinator Recruitment 2025 এ এখানে District Coordinator পদে যোগ্য প্রার্থীকে নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-Coordinator Recruitment 2025 এ এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ওই রকম প্রতিষ্ঠান থেকে Development Studies অথবা Public Health বিষয়ে স্নাতকোত্তর মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে । তার সাথে আবেদন করার আগে জেনে নিতে হবে অভিজ্ঞতার বিষয়ে । পার্থীকে যে কোনো প্রতিষ্ঠান বা কমিউনিটি সংগঠনে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে । এবং আগ্রহি প্রার্থীদের কম্পিউটার সম্পর্কে একটু জ্ঞান লাগতে পারে , কারণ যখন শেষে নির্বাচনী প্রক্রিয়ার সময় কম্পিউটারে পরীক্ষা নেওয়া হতে পারে। আর যোগ্যতার সমস্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন তাহলেই বুঝতে পারবেন ।
আরও পড়ুনঃ- পশ্চিমবঙ্গের রাজ্যের তাঁত শিল্প দপ্তরে কর্মী নিয়োগ
বয়স সীমা (Age Limit) : এই পদে আবেদন করার জন্য উপরে উল্লেখিত পদের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আর প্রার্থীর বয়স যাচাই করা হবে কিন্তু আপনার সরকারি আধার কার্ড বা ভোটার কার্ডের নথির ভিত্তিতে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন। যারা ওপরে সব কটি তালিকায় অন্তর্ভুক্ত আছেন তারা তারাতারি আবেদন করে ফেলুন।
মোট শূন্যপদ (Total Vacancies):- এখানে District Coordinator পদে কিন্তু 1 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে শূন্যপদ খুব কম তাই তারাতারি আবেদন করে ফেলুন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Coordinator Recruitment 2025 এ এখানে এই পদে যোগ্য নির্বাচিত নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে 27,000 টাকা বেতন দেওয়া হবে । যেহেতু এখানে এই চাকরিটি চুক্তিভিত্তিক হচ্ছে, তাই নিযুক্ত কর্মীকে অতিরিক্ত কোনো ভাতা বা স্থায়ী কর্মীদের মতো সুবিধা এখানে কিন্তু পাবেন না এটা মাথায় রেখে আবেদন করুন । তবে সরকারি প্রকল্পের অধীনে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য একটি বড় প্লাস পয়েন্ট হতে পারে।
চাকরির ধরন :- এখানে Coordinator Recruitment 2025 এ নিয়োগ টি কিন্তু চুক্তিভিত্তিক (Contractual) হবে। কত দিনের জন্য হবে সেটা উল্লেখ করা নেই।আর কর্মস্থল হবে নিযুক্ত কর্মীদের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় নিয়োগ করা হবে
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- বিজ্ঞপ্তি তে উল্লেখিত এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে 2 টি মাধ্যমে যেটা নিচে আলোচনা করা হলো।
- প্রথমে যারা যারা আবেদন পত্র জমা দিয়েছেন তাদের জমা দেওয়া আবেদনপত্র যাচাই করে যোগ্য প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ।
- ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীর দক্ষতা, অভিজ্ঞতা ও কমিউনিকেশন স্কিল যাচাই করা হবে।
- ওপরে এই জন্য বলেছিলাম কম্পিউটার সমন্ধে জ্ঞান থাকতে হবে সেটাই এখানে কম্পিউটার এ টেস্টের মাধ্যমে যাচাই করা হবে।
আরও পড়ুনঃ- ভারতীয় রেল বিকাশ নিগম লিমিটেডে নতুন কর্মী নিয়োগ 2025
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :- এখানে আবেদনটি হবে সম্পূর্ণ অফলাইনে তাই আপনি নিজেই করতে পারবেন।
আবেদনের সময় আবেদনপত্রের সঙ্গে নিচের নথিপত্র জমা দিতে হবে
- ভোটার কার্ড/আধার কার্ড (বাসস্থানের প্রমাণপত্র হিসেবে)
- মাধ্যমিক এডমিট কার্ড ও মার্কশিট
- উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর মার্কশিট/সার্টিফিকেট
- কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- জাতি (Caste) সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি (Self-attested)
- স্বাক্ষরযুক্ত ফটো (নাম ও পিতার নাম উল্লেখ থাকতে হবে)
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– Coordinator Recruitment 2025
প্রথমে কালিম্পং জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।তারপর বিজ্ঞপ্তিতে দেওয়া Application Form-টি কে A4 সাইজ পেপারে প্রিন্ট করতে হবে।ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে পার্থীকে সাথে উপরে উল্লেখিত যে তথ্য গুলো বলা আছে সেই গুলি জেরক্স করে Self-attested করে ওই আবেদন পত্র টির সাথে যোগ করে পাঠিয়ে দিতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে ডাক বিভাগে বা নিজের হাতে করে জমা দিতে হবে নিচে উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায়।
আর একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো ভুল তথ্য দিলে আবেদন বাতিল বলে হতে পারে তাই সঠিক ভাবে আবেদন করুন ।
আবেদন পাঠানোর ঠিকানা:
–The Project Director, Swachh Bharat Mission (Gramin), DRDC, GTA, Darjeeling. এই ঠিকানায় আপনি নিজে গিয়ে জমা দিতে পারেন যদি আপনার বাড়ির নিকটবর্তী হয় আর যদি বাড়ি দূরে হয় তাহলে বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে কিন্তু ওই উল্লেখিত সময়ের আগে
আবেদন মূল্য:- এখানে এই নিয়োগের জন্য কোনো আবেদন মূল্য নেই তাই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে ফেলুন।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- এখানে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Notification Pdf Download:– Click Here
Official Website:- www.kalimpong.gov.in
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।