IDBI Bank Recruitment 2025
দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য এবং বিশেষ করে যারা ব্যাংকের চাকরির জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য সুখবর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (IDBI Bank)-এর পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে নিজের ইচ্ছায় আবেদন করবেন।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী ব্যাঙ্ক (Recruiting Bank):- এখানে নিয়োগ টি করছে Industrial Development Bank of India (IDBI Bank)
পদের নাম (Name of the Post):- IDBI Bank Recruitment 2025 এখানে নিয়োগটি হবে Junior Assistant Manager পদের জন্য।
মোট শূন্যপদ (Total Vacancies):- IDBI Bank Recruitment 2025 এখানে উপরে উল্লেখিত পদের জন্য ৬৭৬টি শুন্যপদে নিয়োগ করা হবে। প্রচুর শূন্যপদে নিয়োগ চলছে তাই দেরি না করে আবেদন করে ফেলুন। যারা যারা ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিরাট বড় একটি সুযোগ আবেদন করার জন্য।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- IDBI Bank Recruitment 2025 এখানে Junior Assistant Manager পদের জন্য আবেদন কারীকে আবেদন করতে যেকোনো স্বীকৃতদ্বারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে (General, EWS, OBC) দের ন্যূনতম ৬০% নম্বর । এবং SC/ST/PWBD প্রার্থীদের জন্য ন্যূনতম ৫৫% নম্বর প্রয়োজন তবেই আবেদন করতে পারবেন ।শুধুমাত্র ডিপ্লোমা কোর্সের থাকলে আবেদন করা যাবে না ।
বয়স সীমা (Age Limit) :– IDBI Bank Recruitment 2025 এখানে আবেদন করতে (০১/০৫/২০২৫ অনুযায়ী) ২০ বছর থেকে ২৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে (SC/ST/OBC/PWD ক্যাটাগরি অনুযায়ী) SC/ST – ৫ বছর OBC – ৩ বছর PWD প্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় সেটি পাবেন আবেদন কারীরা।
আরও পড়ুন:- স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে ১৫৪টি শূন্যপদে নিয়োগ ২০২৫ আবেদন করুন
মাধ্যমিক পাশে Indian Rail এ নিয়োগ চলছে ২০২৫। মাসিক বেতন ২৫,১২০/- টাকা আবেদন করুন
বেতন পরিকাঠামো (Salary Structure) :- IDBI Bank Recruitment 2025 যেহেতু এখানে জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ হচ্ছে তাই ৫১,১৫০/- থেকে ৫৪,১৫০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে নিযুক্ত প্রার্থীকে। DA (Dearness Allowance), HRA (House Rent Allowance), Medical Allowance, LTC, Pension Scheme এবং অন্যান্য সরকারি সুবিধা।এই পদে নিযুক্ত প্রার্থীরা আর্থিক সুরক্ষা, পেনশন সুবিধা ও সামাজিক মর্যাদা পেয়ে থাকেন। এটি একটি Junior Manager পদের জন্য যথেষ্ট আকর্ষণীয় বেতন।
নিয়োগস্থল:- IDBI Bank Recruitment 2025 যেহেতু এটি IDBI Bank থেকে নিয়োগ হচ্ছে তাই সারা ভারতবর্ষেই যে কোন রাজ্যেই আপনার নিয়োগ স্থল হতে পারে। প্রার্থীকে সারা ভারতের যেকোনো IDBI Bank এ কাজ করতে হতে পারে। গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য এটি এমন একটি পোস্ট যেখানে শুধু মাসিক বেতনই নয়, রয়েছে সামাজিক সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা। আপনার যদি ব্যাঙ্কিং খাতে কাজের অভিজ্ঞতা থাকে, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- IDBI Bank Recruitment 2025 এখানে নিয়োগ প্রক্রিয়াটি হবে প্রথমে অনলাইন টেস্ট (Objective Type) ৪টি বিভাগে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে । বিষয়সমূহ যুক্তি, তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা (৬০ প্রশ্ন, ৬০ নম্বর, ৪০ মিনিট), ইংরেজি ভাষা (৪০ প্রশ্ন, ৪০ নম্বর, ২০ মিনিট),পরিমাণগত দক্ষতা (৪০ প্রশ্ন, ৪০ নম্বর, ৩৫ মিনিট),সাধারণ/অর্থনীতি/ব্যাংকিং সচেতনতা ও কম্পিউটার/আইটি (৬০ প্রশ্ন, ৬০ নম্বর, ২৫ মিনিট),প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় পর্যাপ্ত পরিমাণ নাম্বার পেয়ে পাস হলে তারপর ওই প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে যদি আপনি উপযুক্ত হন এবং শেষে মেডিকেল টেস্ট করা হবে তাতে সব দিক ঠিক থাকলে যোগ্য প্রার্থী কে নিযুক্ত করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– IDBI Bank Recruitment 2025 এখানে আবেদন করতে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে ।এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে সঠিক ভাবে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। এবং আবেদন মূল্য অনলাইনে পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে হবে।এই ভাবেই আবেদন করে ফেলুন তাড়াতাড়ি। আপনি যদি একজন যোগ্য প্রার্থী হন এবং এই ধরনের ব্যাংকের চাকরিতে আগ্রহী থাকে তাহলে আর দেরি না করে আবেদন করে ফেলুন কারণ কি আপনাকে একটা সেরা সুযোগ।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- আধার কার্ড / ভোটার আইডি
- স্নাতক ডিগ্রির মার্কশিট ও সার্টিফিকেট
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- হ্যান্ড-রিটেন ডিক্লারেশন
- রঙিন পাসপোর্ট সাইজের ছবি
- স্বাক্ষর (স্ক্যান কপি)
- সক্রিয় ইমেল আইডি ও মোবাইল নম্বর
আবেদন মূল্য ( Application Fees):– যেহেতু এটি একটি উচ্চ পদের নিয়োগ তাই এখানে আবেদন করতে আবেদন মূল্য লাগবে আবেদন কারী কে আবেদন করতে গেলে সাধারন দের ১০৫০/- টাকা এবং SC/ST/PWBD ₹২৫০/- টাকা লাগবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- আপনি আবেদনটি ২০ মে, ২০২৫ পর্যন্ত করতে পারবেন। তাই দেরি না করে নির্দিষ্ট তারিখের আগে আবেদন করে ফেলুন।
অনলাইন পরীক্ষা : এখানে সম্ভাব্য অনলাইন পরীক্ষা ৮ জুন, ২০২৫ ধরে রাখা হচ্ছে
অ্যাডমিট কার্ড প্রকাশ: ৪ জুন, ২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :- Click Here
Apply Link :- Click Here
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।