BSCB Recruitment 2025
আজকে আবার একটি নতুন চাকরির খোঁজ নিয়ে চলে এসেছি। যারা ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোন ব্যাংকিং কোর্স করে বাড়িতে বসে আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। বিহার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের (BSCB) পক্ষ থেকে একটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । শুধু পচিমবঙ্গের প্রার্থী নয় সারা ভারত বর্ষের চাকরি আবেদনকারীদের জন্য দারুণ সুখবর।
সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই প্রতিবেদনটি দেখুন, যে কোন রাজ্যের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ,আবেদন কিভাবে করবেন, মোট শূন্যপদ, যোগ্যতা কি কি দরকার এবং বয়স সীমা কত কি আছে এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এখানে BSCB Recruitment 2025 বিহার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (BSCB) থেকে নিয়োগ করা হবে ।
১.পদের নাম (Name of the Post):- BSCB Recruitment 2025 স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে ম্যানেজার এবং CEO পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancies):- স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে মোট ৭৭ টি শূন্যপদে এখানে এই পদের জন্য নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এই পদের জন্য আবেদন করতে গেলে যে কোন স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবেই আবেদন করতে পারেবন । এখানে কোন বিষয়ে গ্রাজুয়েট হতে হবে সেটা বলা নেই তাই যেকোন বিভাগের গ্রাজুয়েট হলেই এখানে আবেদন করতে পারবেন।
বয়স সীমা (Age Limit) :-স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এই পদের জন্য আবেদন করতে গেলে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সবাই । সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে (SC/ST/OBC/PWD ক্যাটাগরি অনুযায়ী) SC/ST – ৫ বছর OBC – ৩ বছর PWD প্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় সেটি পাবেন আবেদন কারীরা। BSCB Recruitment 2025
বেতন পরিকাঠামো (Salary Structure) :- স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এই পদের জন্য নিযুক্ত কর্মী কে প্রতি মাসে ২৫,০০০/- পাবেন । সাথে DA (Dearness Allowance), HRA (House Rent Allowance), Medical Allowance, LTC, Pension Scheme এবং অন্যান্য সরকারি সুবিধা।এই পদে নিযুক্ত প্রার্থীরা আর্থিক সুরক্ষা, পেনশন সুবিধা ও সামাজিক মর্যাদা পাবেন। যেমন একটা ব্যাংক কর্মচারী পেয়ে থাকে।
BSCB Recruitment 2025
২.পদের নাম (Name of the Post):- এখানে স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে অ্যাকাউন্টেন্ট (Accountant) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancies):- স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে মোট ৭৭ টি শূন্যপদে এখানে এই পদের জন্য নিয়োগ করা হবে।
BSCB Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-এখানে আবেদন করতে গেলে যে কোন স্বীকৃত দ্বারা বিদ্যালয় থেকে কমার্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। অবশ্যই কর্মাস নিয়ে পড়তে হবে। তাহলেই আবেদন করতে পারবেন । যারা কর্মাস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছেন তারা আর দেরি না করে আবেদন করে ফেলুন। উচ্চ মাধ্যমিক পাশে একাউন্টেন্ট নিয়োগ হচ্ছে একটা বিশাল বড় সুযোগ। এটা হাতছাড়া করবেন না।
বেতন পরিকাঠামো (Salary Structure) :-স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এই পদের জন্য নিযুক্ত কর্মী কে প্রতি মাসে .১০,০০০/- পাবেন । সাথে DA (Dearness Allowance), HRA (House Rent Allowance), Medical Allowance, LTC, Pension Scheme এবং অন্যান্য সরকারি সুবিধা।এই পদে নিযুক্ত প্রার্থীরা আর্থিক সুরক্ষা, পেনশন সুবিধা ও সামাজিক মর্যাদা পাবেন। যেটা ব্যাংকে কাজ করলে সুবিধা পায় সেটা পাবেন ।
বয়স সীমা (Age Limit) :-স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এই পদের জন্য আবেদন করতে গেলে ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সবাই । সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে (SC/ST/OBC/PWD ক্যাটাগরি অনুযায়ী) SC/ST – ৫ বছর, OBC – ৩ বছর PWD প্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় সেটি পাবেন আবেদন কারীরা।
কর্মস্থল:- স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এই সমস্ত পদের জন্য ভারতের বিহার রাজ্যের স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে যে কোন শাখায় নিয়োগ করা হবে। বিহার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। যারা বিহারে থাকেন বা ওখানে গিয়ে কাজ করতে চান তারা আর দেরি না করে আবেদন করে ফেলুন। যেহেতু নির্বাচন প্রক্রিয়া সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হচ্ছে, তাই প্রতিযোগিতা তুলনামূলকভাবে সহজ হতে পারে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা পূরণ করলেই আপনি আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁরা ব্যাংকিং বা কো-অপারেটিভ সেক্টরে কাজ করার ইচ্ছা রাখেন, তাঁদের জন্য এই সুযোগ হাতছাড়া না করাই ভালো।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এই সমস্ত পদের জন্য নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। মানে প্রার্থীর কমিউনিকেশন স্কিল, ব্যাংকিং জানাশোনা দেখা হবে । স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এই পদের বেতন, স্থায়িত্ব এবং অন্যান্য সুযোগ-সুবিধার দিক থেকে এটি একটি নিরাপদ ও সম্মানজনক চাকরি। যাদের প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে, তাদের দেরি না করে আজই আবেদন করা উচিত।
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– BSCB Recruitment 2025 এখানে আবেদন করতে অনলাইনে আবেদন করতে হবে।
প্রথমে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।তারপর ওখানে গিয়ে নির্ধারিত পদের জন্য নির্ধারিত ফর্ম সঠিক ভাবে পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে। তারপর আবেদন মূল্য দিয়ে আবেদনটি সম্পুর্ণ করতে হবে । তবে আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন তারপর আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আবেদন পত্রটি গ্রহণ করা হবে না। তাই দ্রুত আবেদন করে ফেলুন।আর আবেদন করার সময় ভালোভাবে সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন। যদি আবেদন ভুল হয়ে তাহলে ওই আবেদনপত্রটি কে বাতিল বলে ঘোষণা করা হবে।
আবেদন মূল্য ( Application Fees):– এখানে CEO ও ম্যানেজার পদের জন্য আবেদন করতে ৫০০/- টাকা আবেদন মূল্য লাগবে এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করতে ২০০/- টাকা আবেদন মূল্য লাগবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কোন ছাড় নেই এখানে। BSCB Recruitment 2025
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :- আবেদন করার সময় নিচের ডকুমেন্টগুলি আপনার কাছে রাখবেন। এই গুলি আবেদন করার সময় লাগবে।
- পরিচয় পত্র (আধার/ভোটার আইডি)
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি
- স্বাক্ষর (স্ক্যান কপি)
- সক্রিয় ইমেল আইডি ও মোবাইল নম্বর
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- ২১শে মে, ২০২৫
BSCB Recruitment 2025
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :- Click Here
Apply Link :- Click Here
Notification Pdf Download:– Click Here