CCRAS Recruitment 2025
CCRAS Recruitment 2025 দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর । চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে আগ্রহী তাদের জন্য এটি একটি সোনার সুযোগ হতে পারে।এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি বা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এখানে নিয়োগ টি করা হবে Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) তরফ থেকে
এখানে এক সঙ্গে অনেক গুলো পদে নিয়োগ হবে তাই যে পদগুলিতে নিয়োগ করা হবে:-
পদের নাম (Name of the Post):-
- Research Officer
- Research Assistant
- Stenographer (Grade I/II)
- Upper Division Clerk (UDC)
- Lower Division Clerk (LDC)
- Library Clerk
- Laboratory Assistant
- Security In-charge
- Driver
- Multi Tasking Staff (MTS)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এই CCRAS Recruitment 2025 এ
- MTS ও অন্যান্য গ্রুপ C পদের জন্য মাধ্যমিক (10th) পাস হলেই আবেদন করতে পারবেন।
- LDC, UDC, Lab Assistant, Library Clerk ইত্যাদি পদের জন্য উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে তবেই আবেদন করতে পারবেন।
- Research Assistant ও Officer পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি (যেমন: Ayurvedic Medicine, Life Sciences, Chemistry ইত্যাদি)থাকতে হবে ।সাথে নির্দিষ্ট অভিজ্ঞতা ও পেশাগত যোগ্যতা ডিগ্রি থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন। আরও শিক্ষাগত যোগ্যতা জানতে ভালো করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন তারপর আবেদন করুন।
মোট শূন্যপদ (Total Vacancies):- CCRAS Recruitment 2025 এ এখানে এই সব গুলো পদের জন্য মোট ৩৯৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বয়স সীমা (Age Limit) :– ওপরে উল্লেখিত সব পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের এর মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
আরও পড়ুনঃ- Indian Navy Recruitment 2025
বেতন পরিকাঠামো (Salary Structure) :- CCRAS Recruitment 2025 এখানে এই সমস্ত পদগুলো কেন্দ্রীয় সরকারের Pay Matrix অনুযায়ী বেতনপ্রাপ্ত হবে। অর্থাৎ Level 1 – Level 7 পর্যন্ত স্কেলে বেতন পাবেন নিযুক্ত কর্মী ।প্রাথমিক বেতন 18,000 – 1,42,400/- টাকা মাসে সাথে পাবেন DA, HRA, TA, মেডিক্যাল, পেনশন, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি আরো অনেক সুবিধা ।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-CCRAS Recruitment 2025 এ এখানে প্রার্থীদের নির্বাচন করা হবে দুই ধাপে
1. লিখিত পরীক্ষার (CBT) মাধ্যমে
- যে বিষয় এর ওপর পরীক্ষা টি হবে General Awareness, English, Reasoning, Quantitative Aptitude, Subject Knowledge
- এখানে MCQ (Multiple Choice Questions) টাইপের এর question হবে।
- যেখানে সময়সীমা রাখা হয়েছে ৯০ মিনিট থেকে ২ ঘন্টা (বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন হবে)
২. তারপর স্কিল টেস্ট এর মাধ্যমে নিয়োগ টি করা হবে
- যেমন বিভিন্ন স্কিল এর ওপর হতে পারে এই পরীক্ষা টাইপিং টেস্ট (LDC/UDC), Stenography Test (Steno), Trade Test (Driver, Lab Asst.) ইত্যাদি
- তারপর CBT ও স্কিল টেস্টে পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– CCRAS Recruitment 2025 এ এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে। অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে নিজেকে ।
আবেদন করার ধাপগুলি দেখে নিন তাহলে আপনি নিজেই আবেদন করতে পারবেন অনলাইনে।
- প্রথমে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যান
- তারপর “Recruitment” সেকশন থেকে CCRAS 2025 Notification নির্বাচন করে ক্লিক করুন।
- নিজের সব তথ্য দিয়ে একাউন্ট তৈরি করে লগইন করুন। যা যা ডকুমেন্ট ওখানে চাইবে।
- তারপর সঠিক ভাবে আবেদন ফর্ম পূরণ করুন।যেন ভুল না হয় ।
- তারপর যে প্রয়োজনীয় ডুকুমেন্ট লাগবে সেই গুলি স্ক্যান করে আপলোড করুন
- এবং শেষে সাবমিট করে আবেদন সম্পূর্ণ করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- ছবি ও স্বাক্ষর
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- পিডব্লিউডি সার্টিফিকেট (যদি থাকে)
- ফটো আইডি (Aadhaar/Voter ID/Passport)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- ৩১ আগস্ট, ২০২৫
Notification Pdf Download:– Click Here
বিশেষ নির্দেশনা:
- এখানে আবেদন করতে গেলে প্রতিটি প্রার্থীকে শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। দুটি পদে একসাথে আবেদন করতে পারবেন না আবেদন করলে কিন্তু আবেদন বাতিল হতে পারে অর্থাৎ যদি দুটি পদে আবেদন করেন তাহলে দুটিই বাতিল হয়ে যাবে।
- আবেদন ফর্মে ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।তাই সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম টি পূরণ করুন।
- আবেদন করা হয় গেলে তারপর যে লিখিত পরীক্ষা হবে সেটার অ্যাডমিট কার্ড শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে। তাই একটু চোখ রাখতে হবে ওদের অফিসিয়াল ওয়েবসাইট।
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি