রাজ্যে জেলা শাসক কার্যালয়ে সরকারি চাকরির সুযোগ। নতুন কর্মী নিয়োগ ২০২৫

আবারো আজকে নতুন চাকরি সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর। রাজ্যের বেকার দের জন্য একটি নতুন নিয়োগ। পশ্চিমবঙ্গের জেলা শাসক অফিস, উত্তর দিনাজপুরে ২০২৫ সালের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ হবে ,আবেদন কিভাবে করবেন মোট শূন্যপদ, যোগ্যতা কি কি দরকার এবং বয়স সীমা কত কি আছে এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন।

বিস্তারিত নিচে আলোচনা করা হল

১. পদের নাম (Name of the Post):- এখানে অ্যাডিশনাল LAO / অ্যাসিস্ট্যান্ট LAO এই দুটি পদে নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ (Total Vacancies):- এখানে মোট ১টি শূন্যপদে নিয়োগ করা হবে। districtsmagistretjobs2025


শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এখানে সরকারি অফিসে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (Additional LAO) বা সহকারী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (Assistant LAO) পদে আবেদন করার জন্য একজন অবসরপ্রাপ্ত প্রার্থী যার পূর্বে অভিজ্ঞতা রয়েছে এই দুটি পদের ভিত্তিতে তাদেরই এখানে নিয়োগ করা হবে অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছেন তাদের জন্য আজকের এই নিয়োগ টি অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।districtsmagistretjobs2025




বেতন পরিকাঠামো (Salary Structure) :-কত টাকা মাসিক বেতন সেটার উল্লেখ এখানে নেই। অফিশিয়াল বিজ্ঞপ্তি টি তে মাসিক বেতন উল্লেখ করা নেই তাই এখানে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়স সীমা (Age Limit) :– এই দুটি পদের জন্য  এখানে আবেদন করতে ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে (SC/ST/OBC/PWD ক্যাটাগরি অনুযায়ী) SC/ST – ৫ বছর OBC – ৩ বছর PWD প্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় সেটি পাবেন আবেদন কারীরা।



২.পদের নাম (Name of the Post):- এখানে সার্ভেয়ার পদে নিযুক্ত করা হবে ।

মোট শূন্যপদ (Total Vacancies):- এখানে সার্ভেয়ার পদে ৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-  এখানে সার্ভেয়ার পদের জন্য আবেদন করতে আবেদন কারীকে সরকারি স্বীকৃত দ্বারা আইটিআই পাশ করতে হবে যে কোন শিক্ষিত দ্বারা  বিশ্ববিদ্যালয় থেকে  এবং ২ বছরের সার্ভেয়ার কোর্স করা  থাকতে হবে। তবেই আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা আইটিআই পাস করে বসে আছেন তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ।districtsmagistretjobs2025

বেতন পরিকাঠামো (Salary Structure) :-এই পদের জন্য পর্যাপ্ত মাছিক বেতন এখানে উল্লেখ করা নেই। আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই অফিসিয়াল বিজ্ঞপ্তি তে সমস্ত তথ্য দেওয়া আছে। সেটা দেখে তারপর আবেদন করুন।এখানে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।districtsmagistretjobs2025

বয়স সীমা (Age Limit) :– এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে এই পদের জন্য  এখানে আবেদন করতে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যেহেতু এটি রাজ্য সরকারের নিয়োগ তাই সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে (SC/ST/OBC/PWD ক্যাটাগরি অনুযায়ী) SC/ST – ৫ বছর OBC – ৩ বছর PWD প্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় সেটি পাবেন আবেদন কারীরা।districtsmagistretjobs2025



3.পদের নাম (Name of the Post):- এখানে সিনিয়র সিস্টেম ম্যানেজার (BCA/MCA) পদে নিয়োগ করা হবে

মোট শূন্যপদ (Total Vacancies):- এখানে সিনিয়র সিস্টেম ম্যানেজার পদে ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :– এখানে সিনিয়র সিস্টেম ম্যানেজার পদে আবেদন করতে আবেদন কারীকে সরকারি স্বীকৃত দ্বারা প্রতিষ্ঠান থেকে BCA বা MCA ডিগ্রি থাকতে হবে। তবেই আবেদন করতে পারবেন।

বেতন পরিকাঠামো (Salary Structure) :-দেখুন এই সিনিয়র সিস্টেম ম্যানেজার পদের জন্য কত টাকা মাসিক বেতন দেবে সেটি অফিশিয়াল বিজ্ঞপ্তি টি তে  উল্লেখ করা নেই তাই এখানে সরকারি নিয়ম অনুযায়ী যে  বেতন হয় সেটি দেওয়া হবে।

বয়স সীমা (Age Limit) :– এই পদের জন্য একইভাবে  এখানে আবেদন করতে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে (SC/ST/OBC/PWD ক্যাটাগরি অনুযায়ী) SC/ST – ৫ বছর OBC – ৩ বছর PWD প্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় সেটি পাবেন আবেদন কারীরা।districtsmagistretjobs2025

সরকারি ব্যাংকে ১০০০ এর বেশি শূন্য পদে নিয়োগ। IBPS Officer Recruitment 2025

4. পদের নাম (Name of the Post):- এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে

মোট শূন্যপদ (Total Vacancies):- এই ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে আবেদনকারীকে সরকারি অনুমোদিত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন ।

বেতন পরিকাঠামো (Salary Structure) :-এখানে এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কোন মাসিক বেতন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই তো যারা আবেদন করতে চাইছেন আবেদন করুন এটি একটি রাজ্য সরকারের নিয়োগ তো এই রাজ্য সরকারের এই ডাটা পদের জন্য যেরকম বেতন  দিয়ে থাকে সেটি এখানে পাবেন। সেটি ইন্টারভিউ এর সময় আপনি জানতে পারবেন



বয়স সীমা (Age Limit) :– এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য  এখানে আবেদন করতে ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা কিন্তু একটি রাজ্য সরকারের নিয়োগ তাই সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে (SC/ST/OBC/PWD ক্যাটাগরি অনুযায়ী) SC/ST – ৫ বছর OBC – ৩ বছর PWD প্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় সেটি পাবেন আবেদন কারীরা।


5. পদের নাম (Name of the Post):- এখানে ক্লারিক্যাল স্টাফ পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancies):-ক্লারিক্যাল স্টাফ পদে ৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। ওখানেই উল্লেখ করা আছে।

বেতন পরিকাঠামো (Salary Structure) :- অফিশিয়াল বিজ্ঞপ্তি টি তে মাসিক বেতন উল্লেখ করা নেই তাই এখানে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়স সীমা (Age Limit) :– এখানে এই চারটি পদের জন্য আবেদন করতে যে বয়স সীমার কথা বলা হয়েছে এটা খুবই ভালো ।এই পদের জন্য  এখানে আবেদন করতে ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে (SC/ST/OBC/PWD ক্যাটাগরি অনুযায়ী) SC/ST – ৫ বছর OBC – ৩ বছর PWD প্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় সেটি পাবেন আবেদন কারীরা।



নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- এখানে নিয়োগ করা হবে একদম সহজ উপায় কোন লিখিত পরীক্ষা ছাড়াই হবে এখানে নিয়োগ। এখানে ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে । এখানে যোগ্য প্রার্থী কে  ইন্টারভিউর পর নিযুক্ত করা হবে ।

আবেদন প্রক্রিয়া (Application Process) : এখানে আবেদনটি আপনি অফলাইনে করতে হবে ।এখানে আবেদন করতে গেলে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফর্ম্যাটে আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ The District Magistrate & Collector, Uttar Dinajpur অফিসে ৮ই মে, ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। তাহলেই আবেদন সম্পূর্ণ হবে। আবেদন পত্র পূরণ করার সময় যেন কোনো রকম ভুল না হয় তাহলে কিন্তু আবেদনটি বাতিল হতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-


আবেদনের শেষ তারিখ এখানে ৮ই মে, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় লিঙ্ক:-

Notification Pdf Download: Click Here



প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।

Leave a Comment