ECIL Recruitment 2025
দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর । চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে আগ্রহী যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, তাদের জন্য এটি একটি সোনার সুযোগ হতে পারে।এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি বা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
ECIL Recruitment 2025 হলো একটি দুর্দান্ত সুযোগ এমন সকল প্রার্থীদের জন্য যাঁরা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স গ্র্যাজুয়েট এবং কিছু অভিজ্ঞতা রয়েছে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি পাওয়া একটি বিরল সুযোগ। তাই যোগ্য প্রার্থীরা অবশ্যই নির্ধারিত তারিখে ইন্টারভিউ দিতে পৌঁছে যান এবং একটি স্থায়ী ক্যারিয়ারের পথে এগিয়ে যান। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- ECIL Recruitment 2025 ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) থেকে নিয়োগ টি করা হবে
১.পদের নাম (Name of the Post):- ECIL Recruitment 2025 এ এখানে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) এ Project Engineer পদে নিয়োগ হবে।
মোট শূন্যপদ (Total Vacancies):- এখানে এই পদের জন্য মোট ৭০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- ECIL Recruitment 2025 এ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং BE/B.Tech ডিগ্রি (কমপক্ষে ৬০%) পাস করতে হবে। যেমন ইঞ্জিনিয়ারিং শাখা বিভাগে যেকোনো (যেমন: ECE, EEE, CSE ইত্যাদি) প্রার্থীদের জন্য নির্দিষ্ট পদের জন্য আবেদন করার সুযোগ থাকবে। সাথে অভিজ্ঞতা কমপক্ষে ৩ বছর লাগবে । তাহলেই যে কোনো প্রার্থীকে আবেদন করতে পারবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- ECIL Recruitment 2025 এ এখানে Project Engineer পদে মাসিক বেতন 40,000/- টাকা দেওয়া হবে।
২.পদের নাম (Name of the Post):-ECIL Recruitment 2025 এখানে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) এ Technical Officer পদে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-ECIL Recruitment 2025 এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং BE/B.Tech ডিগ্রি (কমপক্ষে ৬০%) পাস করতে হবে। সাথে অভিজ্ঞতা কমপক্ষে ১ বছর লাগবে । তবেই আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ- ECIL Recruitment 2025। কেন্দ্রীয় সরকারের অধীন নতুন নিয়োগ জানুন বিস্তারিত
বেতন পরিকাঠামো (Salary Structure) :- ECIL Recruitment 2025 এখানে Technical Officer পদে মাসিক বেতন 25,000/- টাকা দেওয়া হবে নিযুক্ত কারীকে।
৩.পদের নাম (Name of the Post):- এখানে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) এ Officer পদে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- ECIL Recruitment 2025 এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে B.Sc ডিগ্রি পাস করতে হবে। সাথে অভিজ্ঞতা কমপক্ষে ১ বছর লাগবে অবশ্যই । এখানে নিয়োগ টি চুক্তি ভিত্তিক ভাবে হবে প্রথমে ১ বছর (সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে) সেটা পরে হবে
বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে ওপরে উল্লেখিত Officer পদে মাসিক বেতন 25,000/- টাকা দেওয়া হবে।
বয়স সীমা (Age Limit) :– এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ বয়স ৩৩ বছর এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-এখানে প্রার্থীদের নির্বাচন হবে সরাসরি কেবলমাত্র Walk-in Interview এর মাধ্যমে নির্বাচন হবে কোন লিখিত পরীক্ষা ছাড়াই । এটা একটা বড়ো সুযোগ কোনো পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ যারা এই রকম সুযোগ খুজছেন তাদের জন্য এই নিয়োগ টি। Interview-এর দিন নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। সমস্ত মূল ও ফটোকপি ডকুমেন্ট আপনার সঙ্গে রাখতে হবে।কারণ সবটাই সামনে হবে ।
ইন্টারভিউয়ের তারিখ :- এখানে ২২ জুলাই, ২০২৫ ইন্টারভিউ হবে।
ইন্টারভিউয়ের স্থান:-পার্কস্ট্রিট, কলকাতার ECIL জোনাল অফিস আর অন্যান্য শহর: দুর্গাপুর, গুয়াহাটি, হায়দ্রাবাদ, মুম্বই, দিল্লি, এলাহাবাদ, অমৃতসর। এই সব কটি শহরে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ হবে।
কর্মস্থল:- পশ্চিমবঙ্গ কলকাতা, দুর্গাপুর আর অন্যান্য রাজ্য দিল্লি, হায়দ্রাবাদ, গুয়াহাটি, মুম্বই, এলাহাবাদ, অমৃতসর।
Notification Pdf Download:– Click Here
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- মাধ্যমিক সার্টিফিকেট (DOB প্রমাণ)
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
- CGPA থেকে পার্সেন্টেজ কনভার্সনের প্রমাণ (যদি প্রযোজ্য হয়)
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC/EWS)
- ফটো আইডি প্রুফ (Aadhaar/Voter ID/Passport)
কেন এই চাকরিতে আবেদন করবেন আপনারা দেখে নিন ?
- ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি সরকারি পদের সুযোগ।কোনো লিখিত পরীক্ষা ছাড়াই।
- কোনো রকম লিখিত পরীক্ষার ঝামেলা নেই। এটা একটা বড়ো সুযোগ।
- নিয়োগ টি কেন্দ্রীয় সরকারের অধীন প্রতিষ্ঠানে হবে
- আর সব থেকে বড় সুবিধা শহরভিত্তিক পোস্টিং হবে অর্থাৎ আপনি যে শহরে পোস্টিং চাইছেন সেই শহরেই কাজ করার সুবিধা পাবেন।
- চুক্তি পরে বাড়বে (যেটা সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত হতে পারে)
- আর সাথে বেতন তো পাবেন আর অভিজ্ঞতাও পাওয়া যাবে। যেটা সব থেকে বড়ো জিনিস।
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।