IBPS Officer Recruitment 2025
দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর যারা ব্যাংকে চাকরির জন্য অপেক্ষা করছেন বিশেষ করে যারা ব্যাঙ্কিং এবং আইটি ক্ষেত্রে নিজেদের একটা ভালো কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য এই প্রতিবেদন টি একটি বিশাল সুযোগ। তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি যারা ব্যাঙ্কিং অনেক কোর্স করে বসে আছেন । Institute of Banking Personnel Selection (IBPS) থেকে ২০২৫ সালের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- IBPS Officer Recruitment 2025 এখানে Institute of Banking Personnel Selection (IBPS) এর তরফ থেকে নিয়োগটি করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancies):-IBPS Officer Recruitment 2025 এ এখানে মোট ১০০৭ টি শুন্য পদে নিয়োগ করা হবে। এটা একটা বড়ো সুযোগ নিজেকে তুলে ধরার ।
পদের নাম (Name of the Post):- IBPS Officer Recruitment 2025 এ এখানে Institute of Banking Personnel Selection (IBPS) এ ছয়টি ভিন্ন পদে স্পেশালিস্ট অফিসার (SO) পদে নিয়োগ করা হবে । সব কটি পদ নিয়ে নিচে আলোচনা করা হল
১. পদের নামঃ- এখানে IT অফিসার (Scale-I) পদে নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এখানে IT অফিসার (Scale-I) পদে আবেদন করতে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয়ে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশন লাগবে যে কোন স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে।
২. পদের নামঃ- এখানে এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (Scale-I) পদে নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- IBPS Officer Recruitment 2025 এ এগ্রিকালচারাল ফিল্ড অফিসার পদে আবেদন করতে এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিমেল হাসব্যান্ড্রি, ফুড টেকনোলজি ইত্যাদি বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি লাগবে যে কোন স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে ।
আরও পড়ুনঃ- কেন্দ্রীয় সরকারের আয়ুর্বেদিক দপ্তরে মাধ্যমিক পাশে আবেদন করুন। CCRAS Recruitment 2025
৩. পদের নামঃ- এখানে রাজভাষা অধিকারী (Scale-I) পদে নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- IBPS Officer Recruitment 2025 এ রাজভাষা অধিকারী (Scale-I) পদে আবেদন করতে প্রার্থীকে হিন্দি বা সংস্কৃত ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে থাকতে হবে আর সঙ্গে এমন স্নাতক ডিগ্রি থাকতে হবে যার সাথে ইংরেজি সাবজেক্ট থাকা আবশ্যক।
৪. পদের নামঃ- এখানে ল অফিসার (Scale-I) পদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- IBPS Officer Recruitment 2025 ল অফিসার (Scale-I) পদে প্রার্থীদের আবেদন করতে LLB ডিগ্রি (যাকে আইনে স্নাতক বলা হয় ) এবং ওই সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর দক্ষতা থাকতে হবে ।
৫. পদের নামঃ মার্কেটিং অফিসার (Scale-I) পদে নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- IBPS Officer Recruitment 2025 মার্কেটিং অফিসার (Scale-I) পদে মার্কেটিং বিষয়ে MBA অথবা সমতুল্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে।
৬. পদের নামঃ এখানে HR / পার্সোনেল অফিসার (Scale-I) পদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এখানে HR / পার্সোনেল অফিসার (Scale-I) পদে আবেদন করতে প্রার্থীকে HR, পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে ২ বছরের ফুলটাইম পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন।
বয়স সীমা (Age Limit) :– এখানে ৬ টি আলাদা আলাদা পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে (০১.০৭.২০২৫ অনুযায়ী)। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে IBPS স্পেশালিস্ট অফিসার হিসাবে নিযুক্ত কর্মীকে মূল বেতন 48,480/- প্রতি মাসে দেওয়া হবে। এর সঙ্গে আরও বিভিন্ন ভাতা পাবেন। যেমন HRA, DA, ট্রাভেল অ্যালাউন্স ইত্যাদি পাবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-এখানে প্রার্থীদের তিনতে ধাপে প্রার্থীদের নির্বাচন করা হবে
- প্রথমে Preliminary Examination হবে। যেটি MCQ format এ পরীক্ষাটি হবে ।আর বিষয় থাকবে English, Reasoning, Quantitative Aptitude।
- তারপর এই Main Examination (subject-specific questions) হবে এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে
- তারপর Personal Interview তারপর শেষে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে ফাইনাল এবং ইন্টারভিউ-এর নম্বরের ভিত্তিতে। তারপর উপযুক্ত প্রার্থীকে নিয়োগ করে নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– IBPS Officer Recruitment 2025 এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে। আপনি নিজেই আবেদন করতে পারবেন নিচের ধাপ গুলো যদি ভালো করে দেখেন
আবেদন করার ধাপ
- প্রার্থীদের IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
- তারপর IBPS Officer Recruitment section এ যেতে হবে তারপর অনলাইন ফর্ম ফিলআপ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেই গুলি দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার পর একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড প্রদান করা হবে, যা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে।
- আবেদনকারীদের অবশ্যই নিজের সঠিক শিক্ষাগত তথ্য ও কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে। এই ভাবে আবেদন সম্পূর্ণ করতে হবে
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- ২১ জুলাই ২০২৫
প্রিলিমিনারি পরীক্ষা:- সেপ্টেম্বর ২০২৫ (সম্ভাব্য)
মেইনস পরীক্ষা:- নভেম্বর ২০২৫ (সম্ভাব্য)
ইন্টারভিউ:- ডিসেম্বর ২০২৫ / জানুয়ারি ২০২৬
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :- Apply Online
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।