Indian Coast Guard Recruitment 2025
আজ আবার নিয়ে চলে এসেছি কেন্দ্র সরকারের অধীনে নতুন চাকরি ।দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর । চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। দেশের যুবসমাজের জন্য আবারও এল এক দারুণ সুযোগ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ Indian Coast Guard বিভাগ থেকে ২০২৫ সালের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা দেশের সমুদ্রতট রক্ষা ও নৌ-সুরক্ষার , নৌ সেনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দুর্লভ সুযোগ। এই নিয়োগের মাধ্যমে মোট সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়। Indian Coast Guard Recruitment 2025 হলো এমন একটি নিয়োগ যা শুধুমাত্র একটি চাকরি নয়, বরং দেশের প্রতি কর্তব্য পালনের সুযোগও বয়ে আনে। যারা সরকারি চাকরির পাশাপাশি সম্মানজনক জীবনযাপন করতে চান, তাদের জন্য এটি আদর্শ পদের মধ্যে অন্যতম।
| নিন্মে আলোচিত বিষয় |
|---|
| নিয়োগকারী সংস্থা |
| পদের নাম |
| মোট শূন্য পদ |
| শিক্ষাগত যোগ্যতা |
| চাকরির স্থান |
| বয়স সীমা |
| বেতন |
| আবেদন প্রক্রিয়া |
| নির্বাচনের প্রক্রিয়া |
| আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এখানে Indian Coast Guard (ইন্ডিয়ান কোস্ট গার্ড) এ নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post):- Indian Coast Guard Recruitment 2025 এ ইন্ডিয়ান কোস্ট গার্ড এর এই বিশাল নিয়োগে Assistant Commandant পদে নিয়োগ করা হবে।
এখানে দুটি বিভাগে নিয়োগ করা হবে।
- General Duty
- Technical
মোট শূন্যপদ (Total Vacancies):- Indian Coast Guard Recruitment 2025 এ এখানে মোট ১৭০টি শূন্যপদে নিয়োগ করা হবে এই দুটি পদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-
এখানে General Duty বিভাগে আবেদন করার জন্য: যেকোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) ডিগ্রি থাকতে হবে। এবং প্রার্থীর উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা ও গণিত (Physics & Math) বিষয় থাকতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক । আরেকটি সুবিধা রয়েছে প্রার্থীদের আবেদনের জন্য যারা স্নাতক ছাড়াও যারা ডিপ্লোমা করেছেন এবং একই ভাবে উচ্চমাধ্যমিকে উপরের দুটি বিষয় ছিল, তারাও আবেদন করতে পারবেন এই পদের জন্য।শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কোন রকম মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না।
Technical পদে তিনটি বিভাগে নিয়োগ করা হবে(Mechanical/Electrical/Electronics):এই বিভাগে আবেদন করতে গেলে প্রার্থীকে যে কোন স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে। এই ক্ষেত্রেও কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেমনঃ
- Naval Architecture
- Marine Engineering
- Automotive Engineering
- Electrical/Electronics/Instrumentation
- Telecommunication ইত্যাদি।
চাকরীর ধরনঃ- এখানে চাকরীর ধরনটি গ্রুপ A গেজেটেড অফিসার Indian Coast Guard Recruitment 2025
বয়স সীমা (Age Limit) :– Indian Coast Guard Recruitment 2025 এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ২৫ বছর এর মধ্যে হতে হবে (১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী) অর্থাৎ একদম কম বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন । সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত সেই ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-
Indian Coast Guard Recruitment 2025-এর সহকারী কমান্ডেন্ট পদে নিয়োগের জন্য একটি চার-ধাপের নিয়োগ প্রক্রিয়া রয়েছে।
- প্রথমে Coast Guard Common Admission Test (CGCAT) নেওয়া হবে। এটি একটি MCQ ভিত্তিক লিখিত পরীক্ষা, যা হয় অনলাইনে। মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। আর যে বিষয়ে পরীক্ষা গুলি হবে General Knowledge, Reasoning, English, Mathematics, এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয় (পদের উপর নির্ভর করে)।
- তারপর হবে Preliminary Selection Board (PSB) মানে যাঁরা লিখিত পরীক্ষায় পাস করবেন, তাঁদের এই ধাপে মুখোমুখি ইন্টারভিউ দিতে হবে। এবং দেখে নেয়া হবে Communication skills, mental ability ও presence of mind এখানে বিচার করা হবে।
- উপরের সবকটি পরীক্ষা পাস করলে তারপর Final Selection Board (FSB) এখানে প্রার্থীদের Personality Test, Group Discussion (GD) এবং Psychological Tests নেওয়া হবে।
- যেহেতু এটার নৌ সেনা বাহিনীতে নিয়োগ তো অবশ্যই মেডিকেল পরীক্ষা হবে। এই মেডিক্যাল পরীক্ষা Indian Armed Forces Medical Standards অনুযায়ী হবে। যদি এই মেডিকেল পরীক্ষায় আপনি পাস করেন তাহলে এরপর যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে।
- সবশেষে মেডিক্যাল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Indian Coast Guard Recruitment 2025 এখানে সহকারী কমান্ডেন্ট পদে Pay Level 10 অনুযায়ী 56,100/- মাসিক বেতন দেওয়া হবে।এর পাশাপাশি: Dearness Allowance (DA),House Rent Allowance (HRA),Transport Allowance,Uniform Allowance ,Risk Allowance ,Medical, Canteen, Pension, এবং Family Quarters সুবিধা থাকবে যেটা সেনাবাহিনীতে সেনারা পেয়ে থাকেন সেটি এখানে পাবেন।
আরও পড়ুনঃ- IOCL Apprentice Recruitment 2025 মাধ্যমিক পাশে নিয়োগ
আবেদন প্রক্রিয়া (Application Process) :– Indian Coast Guard Recruitment 2025 এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে। নিজেই আবেদন করতে পারবেন জেনে নিন কিভাবে করবেন। কিভাবে আবেদন করবেন দেখে নিন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান । তারপর “New Registration” অপশন সিলেক্ট করুন এবং নিজের তথ্য দিয়ে রেজিস্টার করুন তারপর ফর্ম পূরণ করুন ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও পদ নির্বাচন করুন। তারপর ডকুমেন্টস আপলোড করুন ছবি, স্বাক্ষর, সার্টিফিকেট স্ক্যান করে নির্ধারিত ফরম্যাটে।তারপর ফাইনাল সাবমিট করে আবেদন সম্পূর্ণ করুন।
কর্মস্থল: ভারতের বিভিন্ন নেভাল কমান্ড ও দপ্তরে হবে নিয়োগ
প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি
- জন্ম তারিখের প্রমাণ
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:-২৩ জুলাই, ২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :-
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।