Indian Railway Recruitment
আজ আবার নিয়ে চলে এসেছি কেন্দ্র সরকারের অধীনে নতুন চাকরি ।দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর। চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। দেশের যুবসমাজের জন্য আবারও এল এক দারুণ সুযোগ। চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। সম্প্রতি রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited – RVNL) এর তরফে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় রেল মন্ত্রকের অধীনে কাজ করা এই সরকারি সংস্থায় এবার বিভিন্ন বিভাগে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। বিশেষ করে যারা রেলওয়ে বিভাগে চাকরি করতে চান, তাঁদের জন্য এটি এক দারুণ সুযোগ।
এই নিয়োগের মাধ্যমে মোট সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- Indian Railway Recruitment এ এখানে রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited – RVNL) থেকে নিয়োগ টি করা হবে।
এখানে এই রেল বিকাশ নিগম লিমিটেডে এই নিয়োগ মূলত দুটি বিভাগে দুটি পদের জন্য প্রার্থী বাছাই করে নেবে। নিচে দেওয়া দুটি বিভাগে
- সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন (Signal & Telecommunication)
- ইনফরমেশন টেকনোলজি (Information Technology)
1) পদের নাম (Name of the Post):- রেল বিকাশ নিগম লিমিটেড এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার (Deputy General Manager) পদে নিয়োগ করবে।
মোট শূন্যপদ (Total Vacancies):- Indian Railway Recruitment এ এখানে মোট ৩টি শূন্য পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এই ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য আবেদন করতে এই সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা লাগবে প্রার্থীর । প্রার্থীদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ডিগ্রী অবশ্যই স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয়, যেমন ডিমড ইউনিভার্সিটি, অটোনোমাস ইনস্টিটিউট, UGC Act বা AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হতে হবে তবেই আবেদন করতে পারবেন । সাথে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের সিনিয়র পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কেবলমাত্র পুরো কোর্স করা ডিগ্রী থাকতে হবে তবেই গ্রহণযোগ্য হবে। Distance / Part-time course থাকলে আবেদন করতে পারবেন না ।
বয়স সীমা (Age Limit) :– Indian Railway Recruitment ডেপুটি জেনারেল ম্যানেজার সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Indian Railway Recruitment এ ডেপুটি জেনারেল ম্যানেজার নিযুক্ত কর্মী কে প্রতি মাসে 70,000 টাকা থেকে 2,00,000 টাকা পর্যন্ত । এই বেতনের পাশাপাশি প্রার্থীরা পাবেন অতিরিক্ত সরকারি ভাতা, ডিয়ার এলাউন্স, মেডিকেল সুবিধা ও অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের সুবিধা এখানে পাবেন ।
2) পদের নাম (Name of the Post):- এখানে সিনিয়র এক্সিকিউটিভ (Senior Executive) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancies):- এখানে এই পদের ৩টি শূন্য পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- Indian Railway Recruitment এই পদের জন্য নির্দিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা লাগবে । আর এই সিনিয়র এক্সিকিউটিভ পদে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞতা থাকা জরুরি । প্রার্থীদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ডিগ্রী অবশ্যই স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয়, যেমন ডিমড ইউনিভার্সিটি, অটোনোমাস ইনস্টিটিউট, UGC Act বা AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হতে হবে তবেই আবেদন করতে পারবেন । সাথে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের সিনিয়র পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কেবলমাত্র পুরো কোর্স করা ডিগ্রী থাকতে হবে তবেই গ্রহণযোগ্য হবে। Distance / Part-time course থাকলে আবেদন করতে পারবেন না।
বয়স সীমা (Age Limit) :– এখানে সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Indian Railway Recruitment এ সিনিয়র এক্সিকিউটিভ পদে নিযুক্ত কর্মী কে প্রতি মাসে 27,000 থেকে 1,00,000 টাকা বেতন দেওয়া হবে । সাথে এই বেতনের সঙ্গে কর্মী রা পাবেন অতিরিক্ত সরকারি ভাতা, ডিয়াররেন্স এলাউন্স, মেডিকেল সুবিধা ও অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের সুবিধা যেটা সব রেলে নিযুক্ত কর্মীরা পেয়ে থাকে ।
কর্মস্থল :– এখানে নিযুক্ত কর্মচারীকে ভারতবর্ষের যে কোনো রাজ্যে কাজ করার সুযোগ থাকবে। অর্থাৎ আবেদনকারীদের ভারতবর্ষের যেকোনো স্থানে চাকরি করতে হতে পারে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-
এখানে প্রার্থীদের নির্বাচন করা অনেক গুলি ধাপে সম্পন্ন হবে। নিচে আলোচনা করা হল
- প্রথমে প্রার্থীর আবেদনপত্র যাচাই করা হবে যারা যারা আবেদন পত্র জমা দিয়েছেন তাদের জমা দেওয়া আবেদনপত্রের ভিত্তিতে যারা যোগ্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হবে।
- যারা ওই তালিকায় থাকবেন শর্টলিস্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
- যদি উপযুক্ত কর্মী হয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– Indian Railway Recruitment এ এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অফলাইন পদ্ধতিতে হবে করতে হবে । যেটা আপনি নিজেই আবেদন করতে পারবেন কারোর সাহায্যের প্রয়োজন হবে না ।
Indian Railway Recruitment এ আবেদন করার ধাপ
- একটি আবেদনপত্র থাকবে সেটিকে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে নিতে হবে । তারপর সঠিক ভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জন্মতারিখ প্রমাণপত্র ইত্যাদি) আপনার আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
- এই আবেদনপত্রটি অবশ্যই নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ১০ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে।
আবেদন পাঠানোর ঠিকানা:
–Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan,Bhikaji Cama Place, R.K.Puram,New Delhi – 110066
আরও পড়ুনঃ- পশ্চিমবঙ্গের রাজ্যের তাঁত শিল্প দপ্তরে কর্মী নিয়োগ
আবেদন মূল্য:- এখানে সব পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের 400 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- স্নাতক ডিগ্রির সার্টিফিকেট/প্রমাণপত্র
- বয়স প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট)
- মাধ্যমিকের অ্যাডমিট
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC ইত্যাদি)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- এখানে ১০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।