Indian Railway RRB Technician Recruitment 2025 দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর। চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। যারা ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর তরফ থেকে প্রকাশিত হয়েছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। Indian Railway RRB Technician Recruitment 2025 হল এমন একটি সুযোগ, যা হাজার হাজার চাকরি প্রার্থীর স্বপ্ন পূরণ করতে পারে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ITI, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং— প্রত্যেক স্তরের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য এই নিয়োগে রয়েছে সুযোগ।
যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি বা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন।
কোন পদে নিয়োগ হবে? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
ভারতীয় রেল সবসময়ই দেশের অন্যতম জনপ্রিয় চাকরির ক্ষেত্র। কেন্দ্র সরকারের অধীনে আকর্ষণীয় বেতন, স্থায়ীত্ব, পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য অসংখ্য যুবক-যুবতী এই চাকরির জন্য অপেক্ষা করে থাকেন। চলুন, এবার জেনে নেওয়া যাক RRB Technician Recruitment 2025 সম্পর্কিত বিস্তারিত তথ্য।
| নিন্মে আলোচিত বিষয় |
|---|
| নিয়োগকারী সংস্থা |
| পদের নাম |
| মোট শূন্য পদ |
| শিক্ষাগত যোগ্যতা |
| চাকরির স্থান |
| বয়স সীমা |
| বেতন |
| আবেদন প্রক্রিয়া |
| নির্বাচনের প্রক্রিয়া |
| আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- Indian Railway RRB Technician Recruitment 2025 এখানে Railway Recruitment Board (RRB) থেকে নিয়োগ টি করা হবে।
পদের নাম (Name of the Post):- Indian Railway RRB Technician Recruitment 2025 এখানে Technician Grade I (Signal) পদে নিয়োগ হবে
মোট শূন্যপদ (Total Vacancies):- Indian Railway RRB Technician Recruitment 2025 এখানে দুটি পদের জন্য ৬২৩৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি প্রয়োজন । পদার্থবিদ্যা / ইলেকট্রনিক্স / কম্পিউটার সায়েন্স / আইটি / ইন্সট্রুমেন্টেশন ইত্যাদি বিষয়ে অথবা তিন বছরের ডিপ্লোমা / ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Technician Grade I (Signal) পদে এখানে নিযুক্ত করা কর্মীরা প্রতি মাসে : ₹29,200/- বেতন পাবেন । রেলের এই নিয়োগ কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী হবে।
বয়স সীমা (Age Limit) :– Technician Grade I (Signal) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩ বছর এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
পদের নাম (Name of the Post):- Indian Railway RRB Technician Recruitment 2025 এখানে Technician Grade III পদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- Technician Grade III এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এবং পদার্থবিদ্যা এবং গণিত বিষয় আবশ্যক। অথবা যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ITI (Industrial Training Institute) পাশ হতে হবে। তবেই আবেদন করতে পারবেন।
KOLKATA ECHS RECRUITMENT 2025। ECHS পলিক্লিনিকে নতুন নিয়োগ
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Technician Grade III পদে এখানে নিযুক্ত করা কর্মীরা প্রতি মাসে : ১9,900/- বেতন পাবেন। রেলের এই নিয়োগ কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী হবে।
বয়স সীমা (Age Limit) :– Technician Grade III পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- Indian Railway RRB Technician Recruitment 2025
এখানে প্রার্থীদের নির্বাচন হবে তিনটি ধাপে
- কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT) নেওয়া হবে।
- ইন্টারভিউ (সাক্ষাৎকার) নেওয়া হবে তাতে সিলেক্ট হলে
- ডকুমেন্ট ভেরিফিকেশন (নথি যাচাই) করে নিয়োগ করা হবে।
কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT)পরীক্ষার বিষয়বস্তু: Indian Railway RRB Technician Recruitment 2025 প্রতিটি বিষয়ে নির্দিষ্ট নম্বর থাকবে এবং নেগেটিভ মার্কিং এর ব্যবস্থাও থাকতে পারে।
- General Intelligence & Reasoning
- Mathematics
- General Science
- General Awareness
- Technical Subject (পদ অনুযায়ী)
আবেদন প্রক্রিয়া (Application Process) :–Indian Railway RRB Technician Recruitment 2025 এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে।
আবেদন করার ধাপ
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান
- “New Registration” অপশনে ক্লিক করে নিজের নাম, ইমেল, ফোন নম্বর দিয়ে রেজিস্টার করুন
- এরপর লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন
- প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন তারপর
- আবেদন ফর্ম সাবমিট করুন এবং আবেদন সম্পূর্ণ করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিগ্রি সার্টিফিকেট ও মার্কশিট
- আইটিআই বা ডিপ্লোমা সার্টিফিকেট (যদি থাকে)
- মাধ্যমিকের অ্যাডমিট
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC ইত্যাদি)
- ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- ২৮ জুলাই, ২০২৫
CBT পরীক্ষার সম্ভাব্য সময়ঃ- আগস্ট-সেপ্টেম্বর, ২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :-
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।