IOCL Apprentice Recruitment 2025
IOCL Apprentice Recruitment 2025 দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর । আজকে আবার একটা নতুন চাকরির খবর নিয়ে এসেছি । চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) ২০২৫ সালে বিশাল সংখ্যক কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি বা বড় প্রতিষ্ঠানে চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এই ট্রেনিং নিলে অনেক বেকার যুবক যুবতী নতুন কাজের সুযোগ পাবেন।
সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এখানে নিয়োগটি করবে Indian Oil Corporation Limited (IOCL) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
পদের নাম (Name of the Post):– IOCL Apprentice Recruitment 2025 এখানে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে অ্যাপ্রেন্টিস (Apprentice) বা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে নেবেন।
মোট শূন্যপদ (Total Vacancies):-IOCL Apprentice Recruitment 2025 অয়েল কর্পোরেশন লিমিটেড সারা ভারতবর্ষের জুড়ে অবস্থিত তাই এখানে সারা ভারতবর্ষের জুড়ে ১৭৭০টি শুন্যপদে নিয়োগ করা হবে। প্রচুর শূন্যপদ যারা এই সমস্ত Apprentice চাকরির সন্ধানে ছিলেন তাঁরা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন কারণ প্রচুর শূন্যপদে হচ্ছে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- IOCL Apprentice Recruitment 2025 এ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক (দশম শ্রেণী) পাশ থাকতে হবে যে কোন স্বীকৃত দ্বারা বোর্ড থেকে। তবেই আবেদন করতে পারবেন। এছাড়াও, ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ অনুসারে যে প্রার্থীরা আগে অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত ছিলেন বা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না। কারণ আগেই রেজিস্টার করা আছে তাই সুতরাং যারা নতুন প্রার্থী এবং মাধ্যমিক পাশ করেছেন, দরকার নেই উচ্চ শিক্ষার তাদের জন্য এটি একটি উপযুক্ত সুযোগ। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে এখনো ঘরে বসে আছেন ভাবছেন কি করবেন তাদের জন্য একটা বিশাল বড় সুযোগ এক্ষুনি আবেদন করে ফেলুন। এই ট্রেনিং নিলে অনেক সুবিধা পাবেন পরবর্তী কালে আপনার ভবিষ্যতের জন্য ভালো দিক।
মাধ্যমিক পাশে Indian Rail এ নিয়োগ চলছে ২০২৫
বয়স সীমা (Age Limit) :– IOCL Apprentice Recruitment 2025 এখানে আবেদন করতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর এর মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবেন । অর্থাৎ যারা নতুন মাধ্যমিক পাশ করে বসে আছেন তারা এই ট্রেনিং টা নিয়ে ফেলুন । সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
কোন কোন রাজ্যর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেনে নিন
ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে এই অ্যাপ্রেন্টিস নিয়োগ শুরু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের সব রাজ্যে এক্ষেত্রে চাকরি প্রার্থীরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থেকে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়া, আসামের গুয়াহাটি, গুজরাট, মথুরা, পানিপথ, পারাদ্বীপ সহ একাধিক রাজ্যে আবেদনের সুযোগ পেয়ে যাবেন। তাই যেই রাজ্যে নাম উপরে লেখা আছে সেই সব রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা মাধ্যমিক দিয়ে ভাবছেন কি করবেন তারা এখনি আবেদন করে নিন
বেতন পরিকাঠামো (Salary Structure) :- IOCL Apprentice Recruitment 2025 যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতনের উল্লেখ নেই, সাধারণত IOCL-এর অ্যাপ্রেন্টিস পদে নিয়োগপ্রাপ্তরা মাসিক সম্মানজনক স্টাইপেন্ড পান আগেও পেয়েছেন । প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সঠিক তথ্য দেখে নিয়ে তবেই আবেদন করবেন নিজের মতামতের উপর।
আবেদনের যোগ্যতা: IOCL Apprentice Recruitment 2025 আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে তবেই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– IOCL Apprentice Recruitment 2025-এ আবেদন করতে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে।নিজে যদি আবেদন করতে তাহলে নিচে ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি আলোচনা করা হলো
- প্রথমে অনলাইন মাধ্যমে NATS/NAPS পোর্টালে গিয়ে আবেদন জানাতে হবে।
- প্রথমে IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
- “Apprentice Recruitment 2025” সেকশনে ক্লিক করুন।
- তারপর প্রার্থীদের একটি নতুন অ্যাকাউন্ট তৈরি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে করতে হবে অথবা পুরনো অ্যাকাউন্ট থাকলে লগইন করুন।
- প্রয়োজনীয় তথ্য আপলোড করুন যেগুলো এগুলোর প্রয়োজন
- আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন, ফর্ম সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নিন। যদি আবেদন করার সময় কোনো আবেদন পত্রের ভুল হয় তাহলে আবেদনটি বাতিল বলে ঘোষণা করা হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-IOCL Apprentice Recruitment 2025 নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে Merit List (মেধা তালিকা) এর ওপর ভিত্তি করে হবে। আবেদনকারীদের মাধ্যমিক বা ওই বিষয়ে যোগ্যতার নম্বর যাচাই করে একটি তালিকা প্রকাশ করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে যদি ঠিক থাকে তারপর শেষে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
অনলাইনে আবেদন করার সময় নিচের নথিপত্রগুলি প্রস্তুত রাখতে হবে:
- আধার কার্ড বা ভোটার কার্ড (পরিচয় প্রমাণের জন্য)
- মাধ্যমিক পাশের সার্টিফিকেট
- আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
- জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
- প্রাসঙ্গিক অন্যান্য কাগজপত্র
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ: এখানে ০২ জুন, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :- www.iocl.com
Apply Link :- www.iocl.com
Notification Pdf Download:– Click Here
গুরুত্বপূর্ণ তথ্য আবেদন করার আগে
- আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন এবং বুঝুন যদি যোগ্য প্রার্থী হন তবেই আবেদন করুন ।
- এখানে আমরা সব টা তুলে ধরেছি তাই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন অন্যের ওপর নির্ভর করবেন না।
- আপনার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন, ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।
- বেশি দেরি না করে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে সময়ের আগেই আবেদন করুন।
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।