IIT খড়গপুরে কর্মী নিয়োগ ২০২৫ ! Kharagpur IIT Recruitment 2025।পদ অনুযায়ী বেতন ও যোগ্যতা দেখুন

Kharagpur IIT Recruitment 2025

পশ্চিমবঙ্গের চাকরি আবেদনকারী দের জন্য দারুণ সুখবর। রাজ্যের বেকার যুবক যুবতী দের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ২০২৫ এ ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান (Kharagpur IIT Recruitment 2025) খড়গপুর নতুন কর্মী নিয়োগ করবে। বিশেষ করে যারা গবেষণা, প্রযুক্তি বা প্রজেক্ট সহায়তার মতো পদে কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ হবে ,আবেদন কিভাবে করবেন, যোগ্যতা কি কি দরকার এবং বয়স সীমা কত কি আছে এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন।

বিস্তারিত নিচে আলোচনা করা

নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান খড়গপুর (Indian Institute of Technology, Kharagpur), যা পশ্চিমবঙ্গের তথা ভারতের একটি অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে এই সংস্থার একটি বিশেষ গুরুত্ব রয়েছে।

1.পদের নাম (Name of the Post):- Kharagpur IIT Recruitment 2025 জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে

মোট শূন্যপদ (Total Vacancies):- Kharagpur IIT Recruitment 2025 জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদের জন্য 1 জন প্রার্থী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এখানে আবেদন করতে হলে BE/B.Tech অথবা M.Sc ডিগ্রি থাকা আবশ্যক। সঙ্গে GATE অথবা NET উত্তীর্ণ হতে হবে। তবেই আবেদন করতে পারবেন।

Kharagpur IIT Recruitment 2025

বয়স সীমা (Age Limit) :– এখানে আবেদন করতে সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ছাড় প্রযোজ্য)সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যে ছাড় পাবেন

PWD প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ১০ বছরের ছাড়
সাধারণ (UR) প্রার্থীদের জন্য: ১৮ থেকে ২৬ বছর,SC/ST প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৫ বছরের ছাড় (মোট ৩১ বছর পর্যন্ত),OBC (Non-creamy layer): সর্বোচ্চ ৩ বছরের ছাড় পাবেন এখানে

বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে ওপরে উল্লেখিত পদের জন্য ₹৩৭,০০০/- প্রতি মাসে বেতন দেওয়া হবে এই পদে নির্বাচিত প্রার্থী একটি নির্দিষ্ট গবেষণা প্রকল্পে কাজ করবেন সেটা নিয়োগ করার পর বলে দেওয়া হবে । এটি ফিক্সড টার্ম ভিত্তিক একটি পদ।

2.পদের নাম (Name of the Post):-  এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে

মোট শূন্যপদ (Total Vacancies):- এই  প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 1 জন প্রার্থী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এই পদের জন্য আবেদন করতে আবেদনকারীকে B.Sc ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে যে কোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে । সঙ্গে কমপক্ষে ৩ বছরের বাস্তবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবেই আবেদন করতে পারবেন।  কোনো নির্দিষ্ট প্রজেক্টে প্রশাসনিক এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে যদি কোনো সমস্যা হয়ে থাকে।

বয়স সীমা (Age Limit) :– এখানে আবেদন করতে সর্বোচ্চ ৫০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ছাড় প্রযোজ্য)সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যে ছাড় পাবেন।PWD প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ১০ বছরের ছাড়
সাধারণ (UR) প্রার্থীদের জন্য: ১৮ থেকে ২৬ বছর,SC/ST প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৫ বছরের ছাড় (মোট ৩১ বছর পর্যন্ত),OBC (Non-creamy layer): সর্বোচ্চ ৩ বছরের ছাড় পাবেন এখানে

বেতন পরিকাঠামো (Salary Structure) :- Kharagpur IIT Recruitment 2025 এখানে প্রতি মাসে উপযুক্ত প্রার্থীকে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ।

3.পদের নাম (Name of the Post):- এখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট–III পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancies):- এখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট–III পদের জন্য ১ জন কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- Kharagpur IIT Recruitment 2025 এই পদের জন্য আবেদন করতে M.Pharm/MS/M.Sc বা ফার্স্ট ক্লাস B.Tech ডিগ্রি থাকতে হবে যে কোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে তবেই আবেদন করতে পারবেন এবং সাথে হাতে কলমে  ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন পরিকাঠামো (Salary Structure) :- ওপরে নির্দিষ্ট পদে ₹২৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। যদি প্রয়োজন হয় নির্দিষ্ট প্রকল্পের জন্য কারিগরি সহায়তা এবং বিশ্লেষণাত্মক কাজের জন্য প্রার্থী নিয়োগ করা হবে।

বয়স সীমা (Age Limit) :

এখানে আবেদন করতে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ছাড় প্রযোজ্য)সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যে ছাড় পাবেন।PWD প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ১০ বছরের ছাড়
সাধারণ (UR) প্রার্থীদের জন্য: ১৮ থেকে ২৬ বছর,SC/ST প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৫ বছরের ছাড় (মোট ৩১ বছর পর্যন্ত),OBC (Non-creamy layer): সর্বোচ্চ ৩ বছরের ছাড় পাবেন এখানে

আরও পড়ুনঃ- সরকারি ব্যাংকে ১০০০ এর বেশি শূন্য পদে নিয়োগ। IBPS Officer Recruitment 2025

আবেদন প্রক্রিয়া (Application Process) : Kharagpur IIT Recruitment 2025 প্রার্থীদের অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনপত্র পূরণের আগে সকল নির্দেশিকা ভালোভাবে পড়ে নিতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • Career অথবা Recruitment সেকশন থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।
  • আবেদন ফর্মে নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলি (সার্টিফিকেট, আইডি প্রুফ, ছবি ইত্যাদি) স্ক্যান করে আপলোড করতে হবে। সঠিক তথ্য দেবেন।
  • সব তথ্য যাচাই করে নেবেন। যদি ভুল হয় তাহলে আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এবং শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-

আধার কার্ড / ভোটার কার্ড / পাসপোর্ট

শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, GATE/NET ইত্যাদি)

অভিজ্ঞতার প্রমাণপত্র

সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি

আবেদন ফি জমাদানের রসিদ

Kharagpur IIT Recruitment 2025

নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-প্রথমে প্রাপ্ত আবেদনপত্রগুলি প্রাথমিকভাবে যাচাই করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন বাছাই করা হবে। ইন্টারভিউ শর্টলিস্টেড প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন করা হবে।

আবেদন মূল্য ( Application Fees):- এখানে আবেদন করতে গেলে ১০০/- টাকা আবেদন মূল্য লাগবে।

Kharagpur IIT Recruitment 2025

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-

আবেদনের শেষ তারিখ:- ৬ মে ২০২৫ প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে শেষ তারিখের আগেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য, কারণ পরবর্তীতে সার্ভার সমস্যা বা টেকনিক্যাল জটিলতায় আবেদন আটকাতে পারে। IIT Kharagpur-এর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য একটি অসাধারণ সুযোগ। যদি আপনি বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন, তাহলে সময় নষ্ট না করে আজই অনলাইনে আবেদন করুন। সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য অনেক সুবিধা এনে দিতে পারে।

প্রয়োজনীয় লিঙ্ক:-

Official Website :- Click Here

Apply Link :- Click Here

Notification Pdf Download:– Click Here

প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।

Leave a Comment