Oil India Limited Recruitment
Oil India Limited Recruitment দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর । চাকরি খোঁজার দুনিয়ায় আবারও এসেছে এক নতুন সুযোগ। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আর মাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ তাই আর দেরি না করে আজকের এই প্রতিবেদনটি দেখুন । কেন্দ্রীয় সরকারের অধীনে একটি প্রিমিয়ার পাবলিক সেক্টর ইউনিট নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Oil India Limited ।
যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি বা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এখানে Oil India Limited Recruitment থেকে নিয়োগ টি করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancies):- Oil India Limited Recruitment এই পদের জন্য ২৬২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
১. পদের নাম (Name of the Post):- Oil India Limited Recruitment এ Work Person (Grade III) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- আগ্রহী পার্থীরা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ (10th/12th) থাকতে হবে। এবং অন্ততপক্ষে কিছু ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট বা অভিজ্ঞতা প্রয়োজন তবেই আবেদন করতে পারবেন। তাই যারা যোগ্য তারাই আবেদন করবেন এই পদের জন্য।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে এই Work Person (Grade III) পদে নিযুক্ত প্রার্থী কে প্রতি মাসে বেতন 26,600 – 90,000 টাকা বেতন দেওয়া হবে। এবং বেতন ছাড়াও থাকছে DA, HRA, Medical, LTC, PF ইত্যাদি আরো অনেক সুবিধা যেটা কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে হয়ে থাকে।
২. পদের নাম (Name of the Post):-এখানে Oil India Limited Recruitment এর তরফ থেকে Work Person (Grade V ) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- Oil India Limited Recruitment এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ITI / ডিপ্লোমা / সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বীকৃত দ্বারা প্রতিষ্ঠানের থেকে অবশ্যই ডিগ্রি থাকতে হবে। এবং অন্ততপক্ষে কিছু ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট বা অভিজ্ঞতা প্রয়োজন তবেই আবেদন করতে পারবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে এই Work Person (Grade V ) পদে নিযুক্ত কর্মী কে প্রতি মাসে 32,000 – 1,27,000 টাকা বেতন দেওয়া হবে।বেতন ছাড়াও DA, HRA, Medical, LTC, PF ইত্যাদি সুবিধা প্রযোজ্য যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে পাওয়া যায়।
3. পদের নাম (Name of the Post):-এখানে Oil India Limited এর তরফ থেকে Work Person (Grade VII ) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- Oil India Limited Recruitment এ Person (Grade VII ) পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি স্বীকৃত প্রতিষ্ঠানের দ্বারা থাকতে হবে । এবং অন্ততপক্ষে কিছু ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট বা অভিজ্ঞতা প্রয়োজন তবেই আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ- KOLKATA ECHS RECRUITMENT 2025। ECHS পলিক্লিনিকে নতুন নিয়োগ
বেতন পরিকাঠামো (Salary Structure) :- এখানে Work Person (Grade VII ) পদে প্রতি মাসে বেতন 37,500 – 1,45,000 টাকা বেতন দেওয়া হবে। বেতন ছাড়াও DA, HRA, Medical, LTC, PF ইত্যাদি সুবিধা পাবেন যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে পাওয়া যায়।
বয়স সীমা (Age Limit) :– Oil India Limited Recruitment এ এখানে সবকটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ বয়স ৩৮ বছর হতে হবে তবেই আবেদন যোগ্য পদ ও ক্যাটাগরি অনুযায়ী বয়স নির্বাচন হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- Oil India Limited Recruitment এ এখানে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে নিম্নলিখিত দুটি ধাপে
- প্রথমে লিখিত পরীক্ষার (CBT) মাধ্যমে যেখানে Multiple Choice টাইপের পরীক্ষাটি হবে।
- বিষয় থাকবে English, Reasoning, Aptitude, Technical Subject (যদি প্রযোজ্য)
- পরীক্ষার সময়সীমা: ২ ঘণ্টা
- তারপর শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন (DV) করা হবে । CBT পরীক্ষা তে উত্তীর্ণদের ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে।
আবেদন করার ধাপ
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Careers” সেকশন খুলুন
- Oil India Work Person Recruitment 2025 বিজ্ঞপ্তি সিলেক্ট করুন
- রেজিস্ট্রেশন করে লগইন করুন
- আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করুন
- প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন
- আবেদন ফি জমা দিন এবং তারপর আবেদন সম্পূর্ণ করুন
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- ছবি ও স্বাক্ষর
- মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
- ট্রেড সার্টিফিকেট / ডিপ্লোমা (যদি থাকে)
- অভিজ্ঞতা প্রমাণ (যদি প্রযোজ্য)
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC)
- ফটো আইডি (Aadhaar/Voter ID)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- ১৮ আগস্ট, ২০২৫
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।
Apply Link :- Oil India Limited Recruitment 2025