Flipkart Internship 2025
ভারত বর্ষে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি নতুন সুখবর যারা চাকরি বা কোনো ট্রেনিংয়ের খোঁজে রয়েছেন? তাহলে তাদের জন্য এই প্রতিবেদন টা। Flipkart Internship 2025-এর মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে Flipkart-এর সরাসরি চাকরির সুযোগ। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি সম্পূর্ণভাবে Flipkart পরিচালিত। Flipkart কেবলমাত্র অনলাইন কেনাকাটার জন্য নয়, বরং কর্মসংস্থানের ক্ষেত্রেও আজ এক গুরুত্বপূর্ণ নাম। দেশের অন্যতম বড় ই-কমার্স সংস্থা হওয়ায়, এখান থেকে প্রশিক্ষণ পাওয়া মানেই ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী অভিজ্ঞতা তৈরি করা। তাই দেরি না করে আবেদন করে ফেলুন।
Flipkart Internship পদের ধরণ :-Flipkart Internship 2025
১.ওয়্যারহাউজ ট্রেনিং প্রোগ্রাম
এই প্রোগ্রামএ Flipkart-এর মূল স্কিম হল ,যেখানে প্রার্থীরা সরাসরি Flipkart-এর ওয়্যারহাউজ ও লজিস্টিক অপারেশন শিখতে পারেন নিজের হাতে।এই কোর্সটি ৫৪ দিনের হবে এবং এর ফলে প্রার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই ট্রেনিংটি করে ।
২. SCOA ট্রেনিং (প্রতিবন্ধী প্রার্থীদের জন্য) এখানে এই কোম্পানী শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে ।নিজের ওপর আত্মনির্ভর দিকটিকে গুরুত্ব দেওয়া হবে। এই ট্রেনিং তা করলে তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ দেওয়া হয়। যেটা তাদের অনেক উপকার হবে ভবিষ্যতে। এবং এর ফলে তারা তাদের নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। তাই এটা করতেই পারেন। Flipkart Internship 2025
Flipkart Internship 2025 অন্যান্য কোর্স যে গুলো আপনি করতে পারবেন
- ডেটা এন্ট্রি অপারেটর (DEO)
- Wholesale Operations
- Delivery Associate
- eDAB Program
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-Flipkart Internship 2025 এই কোম্পানির জন্য এখানে আবেদন করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ITI অথবা ডিপ্লোমা থাকতে হবে সঙ্গে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে ভালোভাবে জানতে হবে তাহলেই আবেদন করতে পারবেন আবেদনকারীরা।
এখানে কে কে আবেদন করতে পারবেন?
- বয়স হতে হবে ১৮ থেকে ৫৭ বছরের মধ্যে।
- কমপক্ষে মাধ্যমিক (Class 10), উচ্চমাধ্যমিক (Class 12), ITI বা Diploma পাশ হতে হবে।
- প্রার্থীকে স্মার্টফোন বা ল্যাপটপ চালাতে জানতে হবে ।
- আবেদনকারীর থাকতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজ ছবি।
- ঠিকানার প্রমাণপত্র হিসেবে থাকতে হবে রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির যেকোনো একটি। সব গুলি নিচে আলোচনা করা হল।
বয়স সীমা (Age Limit) :– Flipkart Internship 2025 প্রার্থী রা এখানে আবেদন করতে ১৮ থেকে ৫৭ বছর বয়স লাগবে। তবেই আবেদন যোগ্য। এবং এখানে যে কোন বয়সের পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
IDBI Bank Recruitment 2025। ব্যাঙ্কে নতুন নিয়োগ ৬৭৬ শূন্যপ্দে আবেদন করুন
কোর্সের সময়সীমা:
ফ্লিপকার্ট কোম্পানী এই কোর্সটা প্রথম ৯ দিন অনলাইন ক্লাস করাবে, তারপর পরবর্তী ৪৫ দিন অন-জব ট্রেনিং (OJT) হবে মানে সরাসরি হাতে ট্রেনিং দেয়া হবে ।
- Warehouse Training: এই কোর্সের জন্য ৫৪ দিন সময় লাগবে
- eDAB Program: এখানে ৫৩ দিন লাগবে
- Delivery Associate: ৫২ দিন লাগবে এই ট্রেনিংটা নিতে
স্টাইপেন্ড ও সার্টিফিকেট: এখানে নিযুক্ত প্রার্থীদের এককালীন ১৪,০০০ স্টাইপেন্ড দেওয়া হবে এবং সাথে Flipkart SCOA Academy Certificate প্রদান করা হবে সফলভাবে কোর্স শেষের পর প্রার্থীদের। এই এই যে সার্টিফিকেট আপনাকে প্রদান করা হবে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি যে কোন ই-কমার্স প্রতিষ্টানে আপনাকে নতুন করে কাজের সুযোগ করে দেবে।
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন তারপর পছন্দসই কোর্স নির্বাচন করুন।তারপর সঠিক তথ্য পূরণ করুন এবং সব তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করুন। আর আমরা নিচে আলোচনা করা হল
নিচের ধাপগুলি অনুসরণ করুন:
- আপনাকে Flipkart-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- পছন্দসই কোর্স সিলেক্ট করুন
- আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
- আবেদন সম্পন্ন করে সাবমিট করুন
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-আধার কার্ড, প্যান কার্ড,মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ITI সার্টিফিকেট,পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাংক অ্যাকাউন্ট ও বাসস্থানের প্রমাণপত্র লাগবে আবেদন করতে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- Flipkart-এর এই ইন্টার্নশিপ প্রোগ্রামে নির্বাচনের জন্য দুটি ধাপ রয়েছে প্রথমে Pre-Assessment Test হবে তাতে কমপক্ষে ৬০% স্কোর থাকতে হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। Flipkart Internship 2025 একটি অনন্য সুযোগ, বিশেষত তাদের জন্য যারা বিনামূল্যে ট্রেনিং নিতে চান এবং ভবিষ্যতে একটি স্থায়ী চাকরি পেতে আগ্রহী। শুধুমাত্র প্রশিক্ষণই নয়, এখানে আপনি পাবেন বাস্তব অভিজ্ঞতা, স্টাইপেন্ড ও স্বীকৃত সার্টিফিকেট – যা ভবিষ্যতের চাকরির পথে বিশাল সহায়ক হবে
প্রশিক্ষণ কেন্দ্র (West Bengal): এই ট্রেনিং টি পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্রে এই প্রশিক্ষণ হবে হরিনঘাটা এবং উলুবেড়িয়া(আবেদনের সময় কেন্দ্র বেছে নেওয়া যাবে) Flipkart Internship 2025
মাধ্যমিক পাশে Indian Rail এ নিয়োগ চলছে ২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক:-
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।