SBI Clerk Recruitment
ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI Clerk Recruitment) সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি বা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, এই নিয়োগের ফলে দেশে অনেক বেকার দের সংখ্যা কমবে। এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
নিন্মে আলোচিত বিষয় |
---|
নিয়োগকারী সংস্থা |
পদের নাম |
মোট শূন্য পদ |
শিক্ষাগত যোগ্যতা |
চাকরির স্থান |
বয়স সীমা |
বেতন |
আবেদন প্রক্রিয়া |
নির্বাচনের প্রক্রিয়া |
আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- SBI Clerk Recruitment এ এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তে নিয়োগ টি করা হবে।
১.পদের নাম (Name of the Post):- এখানে SBI Clerk Recruitment এ জুনিয়র অ্যাসোসিয়েট ( কাস্টমার সাপোর্ট ও সেলস) পদে নিয়োগ করা হবে।
২.পদের নাম (Name of the Post):- SBI Clerk Recruitment এ কেরানি (Clerical Cadre) পদে নিয়োগ করা হবে। এখানে মোট দুটি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এখানে দুটি পদের আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (Graduation) পাশ হতে হবে। আর যাঁরা বর্তমানে কলেজ করছেন মানে Final Year-এ পড়ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন, এটা একটা বড়ো সুযোগ যারা এখন কলেজে পড়ছেন তাদের জন্য। তবে প্রমাণপত্র লাগবে যারা এখনো গ্রাজুয়েট হয়নি তবে আবেদনের নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে। তবে আবেদন করতে এখানে কম্পিউটারে দক্ষতা থাকা বাধ্যতামূলক।তবে আবেদন করার জন্য প্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।তবে নিয়োগের পরে সেই ভাষায় দক্ষতা যাচাই করা হবে। যেমন পশ্চিমবঙ্গের প্রার্থীদের বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। তেমন অন্য রাজ্যের প্রার্থীদের ওই ভাষায় দক্ষতা থাকতে হবে।তবে একটা বড়ো সুবিধা কিন্তু কম্পিউটার এর অভিজ্ঞতা থাকলে যারা কলেজ করছেন তাঁরা এখুনি আবেদন করুন।
মোট শূন্যপদ (Total Vacancies):-SBI Clerk Recruitment এ এখানে এই দুটি পদ গুলো জন্য মোট ৬৫৮৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগ পশ্চিমবঙ্গ সহ প্রায় সমস্ত রাজ্যে করা হবে। রাজ্যভিত্তিক শূন্যপদ বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে ভালো করে দেখবেন ।
কাজের স্থান: যেহেতু নিয়োগ টি ভারত জুড়ে, তাই বিভিন্ন রাজ্যে SBI-এর যে কোনো শাখায় নিয়োগ করা হবে।সারা ভারতবর্ষ জুড়ে নিয়োগ করা হবে।
বয়স সীমা (Age Limit) :– SBI Clerk Recruitment এ ওপরে উল্লেখিত সব পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ বয়স ২০ বছর থেকে ২৮ বছরের এর মধ্যে বয়স হতে হবে ১ এপ্রিল ২০২৫ অনুযায়ী।
যে সমস্ত প্রার্থী দের জন্মতারিখ ০২.০৪.১৯৯৭ থেকে ০১.০৪.২০০৫ এর মধ্যে হলে আবেদন করতে পারবেন।এটাও আবেদন কারী দের একটা বিরাট সুযোগ কারণ এত কম বয়সে কিন্তু চাকরি করতে পারবেন এখানে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- SBI Clerk Recruitment এ নিযুক্ত কর্মীকে প্রতি মাসে ২৬,৭৩০/- টাকা থেকে শুরু হবে আর মেট্রো শহরে (যেমন: মুম্বাই,কলকাতা,দিল্লী) এই সব শহরে নিযুক্ত কর্মী কে মোট বেতন প্রায় ৪৬,০০০/- টাকা পাবেন প্রতি মাসে আর সাথে (DA, HRA সহ) অন্যান্য ভাতা যেমন মেডিকেল, ট্রান্সপোর্ট, পিএফ ইত্যাদি দেওয়া হবে চাকরির নিয়ম অনুযায়ী।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-SBI Clerk Recruitment এ এখানে প্রার্থীদের এখানে তিনটি ধাপে নির্বাচন করা হবে:
- প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা (Prelims) হবে।
- যদি প্রিলিমিনারী পরীক্ষায় পাশ করে তারপর মেইন পরীক্ষায় (Mains) বসতে হবে প্রার্থীদের
- স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা মানে আপনি যে ভাষায় দক্ষ সেই ভাষায় পরীক্ষা নেওয়া হবে। (Language Proficiency Test)
যদি প্রিলিমস এবং মেইনস পরীক্ষার মার্কস অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে একটা । যদি মেরিট লিস্টে নাম থাকে ভাষা দক্ষতা পরীক্ষায় পাশ হলে নিয়োগ করা হবে। আর যদি ভাষা দক্ষতার পরীক্ষায় পাশ না করেন তাহলে কিন্তু নিয়োগ করা হবে না কারণ এই ভাষা পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে একটা বড়ো ভূমিকা পালন করে কারণ যে রাজ্যে কাজ করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা অবশ্যই জানতে হবে চাকরি করার ক্ষেত্রে
আরও পড়ুনঃ- কেন্দ্রীয় সরকারের অধীনে ১৩৪০টি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত
আবেদন প্রক্রিয়া (Application Process) :
– SBI Clerk Recruitment এ এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে। নিজেই আবেদন করতে পারবেন তাই নিচের ধাপগুলি আলোচনা করা হলো
SBI Clerk Recruitment এ আবেদন করার ধাপ
- আবেদন করতে হলে প্রার্থীদের নিচের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে
- নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন
- নাম, ইমেইল, মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করুন
- আবেদন ফর্ম পূরণ করুন ও আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন এবং আবেদন সম্পূর্ণ করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- স্নাতক ডিগ্রির সার্টিফিকেট/প্রমাণপত্র
- বয়স প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট)
- মাধ্যমিকের অ্যাডমিট
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC ইত্যাদি)
- কম্পিউটার সার্টিফিকেট (যদি থাকে)
- ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- ২৬ আগস্ট ২০২৫ (মঙ্গলবার)
আবেদন মূল্য:- এখানে দুটি পদে আবেদন করতে সাধারণ (General), ওবিসি (OBC), ইডব্লিউএস (EWS) পার্থীদের ক্ষেত্রে ৭৫০/- টাকা আবেদন মূল্য লাগবে । আর এসসি (SC), এসটি (ST), পিডব্লিউবিডি (PwBD), এক্স-সার্ভিসম্যান (ExSM) প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। ফি শুধুমাত্র অনলাইনে প্রদান করা যাবে, ডেবিট/ক্রেডিট কার্ড বা UPI-এর মাধ্যমে। অফলাইনে আবেদন মূল্য দিতে পারবেন না
Apply Now:- Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।