State Bank Of India Recruitment 2025
আবার একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি। দেশে আবার চাকরি প্রার্থীদের দের জন্য একটি সুখবর যারা ব্যাংকে চাকরির জন্য অপেক্ষা করছেন বিশেষ করে যারা ব্যাঙ্কিং এবং আইটি ক্ষেত্রে কোর্স করে রেখেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। যারা কেরিয়ার গড়তে চান এই ব্যাঙ্কিং নিয়ে , তাঁদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025। সারা ভারত থেকে উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। State Bank Of India Recruitment 2025
যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আজকের এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ হবে ? আবেদন কিভাবে করবেন? মোট শূন্যপদ? যোগ্যতা কি কি দরকার ? বয়স সীমা কত কি আছে? এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন নিজের ইচ্ছায়।
| নিন্মে আলোচিত বিষয় |
|---|
| নিয়োগকারী সংস্থা |
| পদের নাম |
| মোট শূন্য পদ |
| শিক্ষাগত যোগ্যতা |
| বয়স সীমা |
| বেতন |
| আবেদন প্রক্রিয়া |
| নির্বাচনের প্রক্রিয়া |
| আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- State Bank Of India Recruitment 2025 এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর তরফ থেকে নিয়োগটি করা হবে।
পদের নাম (Name of the Post):-State Bank Of India Recruitment 2025 এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে Probationary Officer প্রোবেশনারি অফিসার (PO) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancies):- State Bank Of India Recruitment 2025 এখানে মোট ৫৪১টি শুন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে সাধারণ (UR) ২০৩ টি,ওবিসি (OBC) ১৩৫টি,তপশিলি জাতি (SC) ৮০টি,তপশিলি উপজাতি (ST) ৭৩টি,অর্থনৈতিকভাবে দুর্বল (EWS) ৫০টি , PwBD (প্রতিবন্ধী) প্রার্থীদের জন্যও চারটি ক্যাটাগরিতে সংরক্ষিত পদ রয়েছে যেটা ওপরে উল্লেখ করা আছে ।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে Probationary Officer পদে আবেদন করতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) পাশ হলেই আবেদন করা যাবে। এবং যারা ফাইনাল ইয়ারে রয়েছেন এবং ৩১.১২.২০২৫ এর মধ্যে স্নাতক পাস করবেন, তাঁরাও আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এখনো কলেজ করছেন তাদের কাছে একটা বড়ো সুযোগ । তবে যারা ফাইনাল ইয়ার এ আছেন ইন্টারভিউর আগে গ্রাজুয়েট পাসের প্রমাণপত্র জমা দিতে হবে তবেই যোগ্য বলে প্রমাণিত হবে । সাথে ইনটিগ্রেটেড ডুয়াল ডিগ্রিধারীরাও উপযুক্ত মানে আবেদন করতে পারবেন।
বয়স সীমা (Age Limit) :– State Bank Of India Recruitment 2025 এখানে প্রোবেশনারি অফিসার (PO) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে। অর্থাৎ এখানে একদম নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন । সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় থাকে সেটি পাবেন সকল আবেদনকারীরা সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন,SC/ST: ৫ বছর ছাড়, OBC ৩ বছর ছাড়, PWBD: ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
বেতন পরিকাঠামো (Salary Structure) :- Probationary Officer (PO) পদে প্রতি মাসে একটা প্রাথমিক বেতন 48,480/- দেওয়া হবে। সঙ্গে অতিরিক্ত সুবিধা পাবেন যেমন DA, HRA, City Compensatory Allowance, Performance Linked Incentives,Medical, Travel Allowance, Pension সুবিধা সহ একাধিক সরকারি সুবিধা পাবেন । তাই দেরি না করে উপযুক্ত প্রার্থীরা আবেদন করে ফেলুন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :- State Bank Of India Recruitment 2025 এখানে প্রার্থীদের তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। মানে তিনটি ধাপে নির্বাচন করা হবে
1. প্রথমে Preliminary Examination (প্রিলিমিনারি পরীক্ষা) নেওয়া হবে যেটা অনলাইনে
- এটা Computer Based Test (CBT) অনলাইনের মাধ্যমে হবে
- এখানে বিষয় থাকবে English, Quantitative Aptitude, Reasoning Ability
- আর মোট নম্বর থাকবে ১০০ নম্বর
- সময় লাগবে ১ ঘণ্টা
2. Main Examination (মেইন পরীক্ষা) এটাও অনলাইনে নেওয়া হবে।
- বিষয় থাকবে Reasoning + Computer Aptitude, Data Analysis & Interpretation, General/Economic/Banking Awareness, English Language
- এই পরীক্ষায় মোট নম্বর থাকবে ২৫০ (MCQ) + ৫০ (Descriptive Test) মোট ৩০০ নম্বর।
- সময়: ৩ ঘণ্টা + ৩০ মিনিট (ডেস্ক্রিপটিভ)
- Descriptive: English Pressi Writing, Essay, Letter Writing ইত্যাদি
3. শেষে Phase III (GD & Interview) র মাধ্যমে নিয়োগ করা হবে যদি ওপরে সব কটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন
- Psychometric Test
- Group Discussion
- Personal Interview
এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে মেইন পরীক্ষা ও ইন্টারভিউর ভিত্তিতে ।
কর্মস্থল: সারা ভারত বর্ষে যে কোন রাজ্যে SBI শাখাগুলিতে কাজ করতে হতে পারে।
আবেদন প্রক্রিয়া (Application Process) :– State Bank Of India Recruitment 2025 এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হবে। নিচে আমার আলোচনা করবো নিজে কিভাবে আবেদন করবেন।
আবেদন করার ধাপ:
- প্রথমে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।গিয়ে “Current Openings” অপশনে ক্লিক করুন
- SBI PO 2025 লিঙ্ক সিলেক্ট করুন “Apply Online” বেছে নিন তারপর ক্লিক করুন।
- তারপর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করুন
- আবেদন ফর্ম পূরণ করুন। সঠিক তথ্য দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
- শেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করুন
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি
- মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিগ্রি সার্টিফিকেট ও মার্কশিট
- আইটিআই বা ডিপ্লোমা সার্টিফিকেট (যদি থাকে)
- মাধ্যমিকের অ্যাডমিট
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC ইত্যাদি)
আবেদন ফি:- State Bank Of India Recruitment 2025 এখানে সাধারণ, EWS, OBC প্রার্থী দের আবেদন করতে ৭৫০ টাকা লাগবে আর SC/ST/PWD ফি লাগবে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
অতিরিক্ত নির্দেশনা:
State Bank Of India Recruitment 2025 আবেদন করার সময় মনে রাখবেন আপনার একটি ইমেল ও মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে। আর যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে।আর যদি একই প্রার্থী একাধিক আবেদন করলে কেবল শেষ আবেদনটি গ্রহণযোগ্য হবে।পরীক্ষায় ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হবে।
এখানে নিয়োগ হবে শারীরিক পরীক্ষা, ডকুমেন্ট যাচাই এবং পুলিশ ভেরিফিকেশনের ভিত্তিতে। ওপরে সব কটি যদি পাশ করবে তাহলে প্রার্থীকে ব্যাংকে ৩ বছর চাকরির চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।
আজই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন এবং নিজের ব্যাংকিং ক্যারিয়ারে এক নতুন অধ্যায় শুরু করুন।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates):-
আবেদনের শেষ তারিখ:- ১৪ জুলাই, ২০২৫
আরও পড়ুনঃ- সরকারি ব্যাংকে ১০০০ এর বেশি শূন্য পদে নিয়োগ। IBPS Officer Recruitment 2025
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :- Apply Online
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।