Tata Steel Limited Recruitment 2025 নতুন বছরে চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুযোগ এনে দিয়েছে। পশ্চিমবঙ্গের চাকরি আবেদনকারীদের জন্য দারুণ সুখবর। রাজ্যের বেকার দের জন্য একটি নতুন নিয়োগ যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই প্রতিবেদনটি দেখুন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ হবে ,আবেদন কিভাবে করবেন মোট শূন্যপদ, যোগ্যতা কি কি দরকার এবং বয়স সীমা কত কি আছে এবং মাসিক বেতন সম্বন্ধে আজকে এই প্রতিবেদনে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখবেন তারপরে আবেদন করবেন।
| নিন্মে আলোচিত বিষয় |
|---|
| নিয়োগকারী সংস্থা |
| পদের নাম |
| মোট শূন্য পদ |
| শিক্ষাগত যোগ্যতা |
| চাকরির স্থান |
| বয়স সীমা |
| বেতন |
| আবেদন প্রক্রিয়া |
| নির্বাচনের প্রক্রিয়া |
| আবেদনের শেষ তারিখ |
বিস্তারিত নিচে আলোচনা করা হল
নিয়োগকারী সংস্থা (Recruiting Organization):- এখানে Tata Steel Limited এ এই নিয়োগ টি করা হবে । Tata Group-এর অন্তর্ভুক্ত এই সংস্থাটি কেবলমাত্র ভারতে নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত পরিচিত সেটা সারা দেশ নয় সারা বিশ্ব জানে। তাই এই Tata Steel-এ কাজ করা মানেই আপনার কর্মজীবন একদম স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ।তাই আজকের এই প্রতিবেদনটি দেখুন। Tata Steel Limited Recruitment 2025
পদের নাম (Name of the Post):- Tata Steel Limited Recruitment 2025 এখানে এক সাথে অনেক গুলি পদে বিভিন্ন বিভাগে কর্মী নেওয়া হবে। যেই গুলি নিচে আলোচনা করা হলো
- ম্যানেজার
- ডেপুটি ডিরেক্টর
- সিনিয়র অ্যাকাউন্ট অফিসার
- অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার
- প্রোডাক্ট ম্যানেজার
- সিনিয়র ম্যানেজার
- অফিসার
- ইঞ্জিনিয়ার
- টেকনিশিয়ান
- অ্যাকাউন্ট্যান্ট
- স্টেনোগ্রাফার
- অ্যাসিস্ট্যান্ট
- গ্রুপ D
এই পদগুলোতে আবেদনকারীদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নির্বাচন করা হবে। প্রতিটি পদেই রয়েছে আকর্ষণীয় বেতন ও ভবিষ্যতের উন্নতির সুযোগ তাই দেখে নিন আজকের এই প্রতিবেদন ।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :- আবেদন করার আগে সব টা জানতে Tata Steel-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে । এখানে আপনি যদি গ্রুপ D ও স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করতে চান কমপক্ষে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। আর অন্যান্য উচ্চ পদগুলোর আবেদন করার জন্য প্রাসঙ্গিক বিষয়ে উচ্চশিক্ষা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে। যেটা বিজ্ঞপ্তিতে জানানো আছে। যেমন নির্দিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা পেশাগত ডিগ্রী থাকতে হবে। যেমন B.Com, B.Tech, MBA, CA, ইত্যাদি। কিন্তু সব ডিগ্রী কিন্তু যে কোনো স্বীকৃত দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে তবেই আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে দেখে আবেদন করতে হবে।কিছু কিছু পদের জন্য পূর্ব অভিজ্ঞতা লাগবে যেটা বলা আছে কোন কোন পদের জন্য লাগবে এখানে আবেদন করার জন্য । বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা Tata Steel Limited Recruitment 2025 -এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। আগে দেখে নিন তারপর আবেদন করুন
বয়স সীমা (Age Limit) :– Tata Steel Limited Recruitment 2025 এখানে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে । সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যেমন SC/ST/OBC কোটাভুক্ত হলে, তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। আর সাথে মহিলারা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যে ছাড় পাবেন
- সাধারণ (UR) প্রার্থীদের জন্য: ১৮ থেকে ২৬ বছর
- SC/ST প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৫ বছরের ছাড় (মোট ৩১ বছর পর্যন্ত)
- OBC (Non-creamy layer): সর্বোচ্চ ৩ বছরের ছাড়
- PWD প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ১০ বছরের ছাড়
আরও পড়ুনঃ- সরকারি ব্যাংকে ১০০০ এর বেশি শূন্য পদে নিয়োগ। IBPS Officer Recruitment 2025
বেতন পরিকাঠামো (Salary Structure) :-এখানে বেতন পদের ধরন ও প্রার্থীর যোগ্যতার উপর নির্ভর করে নির্ধারিত হবে। বেসিক স্কেল অনুযায়ী একজন যোগ্য প্রার্থী মাসিক ৩২,০০০ – ৭৫,০০০/- আনুমানিক (পদের ধরন, যোগ্যতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে দেওয়া হবে বেতন । আপনি যে পদের জন্য আবেদন করতে চাইছেন সেই পদের ভিন্ন ভিন্ন মাসিক বেতন দেওয়া হবে। এছাড়া থাকবে হাউস রেন্ট এলাউন্স (HRA), মেডিকেল, ট্রাভেল এলাউন্স, PF, গ্র্যাচুইটি, ইনসেন্টিভ প্রভৃতি। এটি একটি স্থায়ী চাকরি হওয়ায় তাই দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। এখানে Tata Steel Limited Recruitment 2025 ।
মোট শূন্যপদ (Total Vacancies):- Tata Steel Limited Recruitment 2025 এখানে নিয়োগ বিভিন্ন পদে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। যদিও এখানে নির্দিষ্টভাবে মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়নি, তবে অনুমান করা হচ্ছে প্রচুর সংখ্যক পদের জন্য নিয়োগ করা হবে। Tata Steel Limited Recruitment 2025 নিঃসন্দেহে একটি সুবর্ণ সুযোগ বেকার দের জন্য , বিশেষত পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বেকার যুবকদের জন্য। এখানে আপনি পাবেন স্থায়ী চাকরি, ভালো বেতন এবং একটি বিশ্ব বিখ্যাত সংস্থার সাথে কাজ করার সুযোগ। আপনি যদি এই যোগ্যতায় যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আজই আবেদন করুন।
আবেদন প্রক্রিয়া (Application Process) :– Tata Steel Limited Recruitment 2025 এখানে আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে Tata Steel-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Career সেকশনে যেতে হবে। তারপর Registration করতে হবে। তারপর লগইন করে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সব তথ্য যাচাই করে Final Submit দিতে হবে। নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হল।যদি ধাপ গুলি দেখেন নিজেই আবেদন করতে পারবেন।
- প্রথমে Tata Steel-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
- তারপর “Careers” সেকশনে ক্লিক করুন
- আপনি কোন পদের জন্য উপযুক্ত সেই পদের বিজ্ঞপ্তিটি খুঁজুন। তারপর সেই বিজ্ঞপ্তি টি ভালো করে দেখুন
- তারপর অনলাইনে নিজের সব তথ্য দিয়ে Registration করুন
- প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
- তারপর নিজের সমস্ত তথ্য যাচাই করে Final Submit করুন এরপর এই আবেদন সম্পূর্ণ হবে।
- ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই দেখে শুনে ফর্ম পূরণ করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application) :-
- আধার কার্ড
- প্যান কার্ড
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- বয়সের প্রমাণপত্র
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
- ক্যাটেগরি সার্টিফিকেট (SC/ST/OBC প্রার্থীদের জন্য)
- ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) :-Tata Steel Limited Recruitment 2025 এর নিয়োগ প্রক্রিয়া অনেক সহজ আবেদনকারীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়ায় নির্বাচন করা হবে । অর্থাৎ শুধু মাত্র ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। তাই যারা যোগ্য প্রার্থী হয়ে ঘরে বসে আছেন তাদের জন্য এই নিয়োগ ভালো স্থায়ী কোম্পানিতে কাজ করার ।নিচে বিস্তারিত আলোচনা করা হল।
- প্রথমে আবেদন কারীদের শর্টলিস্টিং করা হবে (আবেদনপত্র যাচাইয়ের ভিত্তিতে)
- তারপর সেই আবেদনকারীকে ডিরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে তারপর।
- আবেদনকারীর ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।
- যে আবেদনকারী ইন্টারভিউতে সফল হবেন তাদেরকেই নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক:-
Official Website :- Click Here
Apply Link :- Click Here
Notification Pdf Download:– Click Here
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের BENGALITAK.COM ওয়েবসাইটটিকে ফলো করার জন্য। আপনি যদি এই WEBSITE টি প্রতিদিন ফলো করেন তাহলে যেকোনো যোগ্যতাই প্রতিদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবেন সবার প্রথমে। আমরা কোন জব এজেন্সি নই। আমাদের একটাই উদ্দেশ্য সকল ছাত্র-ছাত্রীদের ও বেকার যুবক যুবতীদের কাছে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তি সহ আলোচনা করা এবং এই আলোচনায় যদি কোন ভুল হয়ে থাকে সেটা আবেদন করার আগে ভালো করে যাচাই করে তারপর আবেদন করবেন।
Vlig. Parkrishnachundra pur
P. O. Kirshnachundra pur
Ps. Bagdha
Pi
n. 743251